নিজস্ব প্রতিবেদক »
চট্টগ্রামে এলো আরও ৩ লাখ ১৩ হাজার ৮শ’ ডোজ করোনা টিকা। গণটিকার প্রথম ডোজ প্রদানের এক মাস পর কাল আবারো ওয়ার্ডভিত্তিক গণটিকা কার্যক্রম পরিচালনা করা হবে। এতে মিলবে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ করোনা টিকা।
রোববার ভোরে টিকা বহনকারী বিশেষ গাড়িতে করে এসব টিকা জেলা সিভিল সার্জন কার্যালয়ে আনা হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ওয়ার্ড ভিত্তিক করোনার দ্বিতীয় ডোজের টিকাদান কর্মসূচি পালিত হবে। এতে প্রথম ডোজ নেওয়া ৩৬ হাজার ৭৩৫ জন পাবে দ্বিতীয় ডোজের টিকা।
সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, ‘চট্টগ্রামে আরো ৩ লাখ ১৩ হাজার ৮শ’ ডোজ করোনা ভ্যাকসিন এসেছে। এতে রয়েছে ২ লাখ ৫৫ হাজার ডোজ চীনের তৈরি সিনোফার্ম টিকা ও ৫৮ হাজার ৮ শ’ ডোজ মর্ডানা টিকা। এসব টিকা জেলা ইপিআই স্টোরে নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করে রাখা হয়েছে। চাহিদা অনুযায়ী এসব টিকা দেওয়া হবে ।’
প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী সুপ্রভাতকে বলেন, ‘ওয়ার্ডভিত্তিক গণটিকা কার্যক্রমে যারা প্রথম ডোজের টিকা পেয়েছেন, তারাই দ্বিতীয় ডোজের টিকা নিতে পারবে। নির্দিষ্ট কেন্দ্রে টিকা দিতে হবে, কোনো অবস্থাতে কেন্দ্র পরিবর্তন করা যাবে না।’
এ কার্যক্রম আবারও পরিচালনা করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সরকার নির্দেশনা মেনে টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারি নির্দেশনার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’
গণটিকার দ্বিতীয় ডোজ শুরু কাল
চট্টগ্রামে এলো ৩ লাখের বেশি করোনা টিকা