ক্ষতিগ্রস্ত দোকানিদেরঅনুদান প্রদানকালে নওফেল
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় সারাদেশের মত চট্টগ্রামেও সোয়া পাঁচ লাখেরও বেশি কার্ডধারী পরিবার ন্যায্যমূল্যে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভোগ্যপণ্য পাবেন। বঙ্গবন্ধুকন্যা শক্ত হাতে যেমন রাষ্ট্র পরিচালনা করেন তেমন সাধারণ জণগণের খুঁটিনাটি খবরও রাখেন। এই কার্ড প্রদানের কারণে আগে একজন ব্যক্তি একাধিকবার পণ্য ক্রয় করার বা টিসিবির ডিলারেরা পণ্য বিক্রি করে দেওয়ার যে অভিযোগ ছিল সেই ধরনের সুযোগ আর থাকবে না।
তিনি গতকাল সকালে জহুর হকার মার্কেটে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের অনুদান প্রদানকালে এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর পুলক খাস্তগীর, মহিলা কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, নগর যুবলীগের সদস্য হেলাল উদ্দিন ও মহিউদ্দিন শাহ। বিজ্ঞপ্তি