সুপ্রভাত ডেস্ক
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ভক্তরা তাকে ভালোবেসে ঢালিউড কুইন নামে ডাকে। দীর্ঘদিন ধরে সাফল্যের সঙ্গে কাজ করছেন দেশীয় সিনেমায়। এবার তার অভিষেক হতে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতে।
কলকাতায় প্রথমবারের মতো একটি সিনেমায় কাজ করেছেন অপু বিশ্বাস। নাম ‘আজকের শর্টকাট’। সম্প্রতি প্রকাশ হয়েছে সিনেমাটির প্রথম পোস্টার।
এই সিনেমার গল্প লিখেছেন কিংবদন্তি সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। প্রথম পোস্টারে দেখা গেল তাকেই। মাথায় হ্যাট, পেছনে গিটার নিয়ে দীর্ঘ পথ পেরিয়ে আসছেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন সুবীর ম-ল।
‘আজকের শর্টকাট’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস, পরমব্রত চ্যাটার্জি, গৌরব চক্রবর্তী, সন্দীপ ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, রাজশ্রী ভৌমিক প্রমুখ। সিনেমার গল্প আবর্তিত হয়েছে বেকারত্বকে ঘিরে।
গল্প প্রসঙ্গে কলকাতার গণমাধ্যম থেকে কিছুটা আভাস পাওয়া গেল। দেখা যাবে, বিশু বস্তির ছেলে। তার ঝুপড়ির পাশেই বহুতল ভবন। সেখানে থাকেন গৌরব। বিশুর চরিত্রে অভিনয় করছেন পরমব্রত।
গল্পের বড় একটি অংশ থাকবে বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া মানুষদের নিয়ে। তেমনই এক তরুণীর ভূমিকায় দেখা যাবে অপু বিশ্বাসকে। ঘটনাচক্রে যার পরিচয় হবে গৌরবের সঙ্গে।
পশ্চিমবঙ্গের বিধাননগর, রাজারহাট, নিউটাউনের বিভিন্ন জায়গায় হয়েছে সিনেমার শুটিং। গানের দায়িত্ব পালন করেছেন নচিকেতা চক্রবর্তী। আগামী ১৬ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে।