অ্যাডভোকেসি সভা
অ্যাসোসিয়েশন অব ডেভেলাপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) এর সহায়তায় ইউনাইট্ থিয়েটার ফর সোশাল অ্যাক্শন্ (উৎস) এর আয়োজনে করোনা ভাইরাস মোকাবেলায় সাপোর্টিং এঙ্গেজমেন্ট অফ দা সিভিল সোসাইটি ফর কোভিড -১৯ রেসপন্স এক্টিভিটিস প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে অ্যাডভোকেসি সভা গতকাল ২১ সকাল ১০ টায় নগরীর আকবরশাহস্থ পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অ্যাডভোকেসি সভায় ওয়ার্ড কাউন্সিলর, সচিব, স্বাস্থ্য কর্মী, শিক্ষক, অভিভাবক, নারী ও যুব প্রতিনিধিরা মতামত প্রদান করেন।
উৎস – এর কোভিড রেসপন্স প্রোগ্রামের ফোকাল পারসন মো. আবুল হাসেম খান এর সঞ্চালনায় পরিচালিত এবং পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এর প্রধান শিক্ষক/অধ্যক্ষ মো. ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অ্যাডভোকেসি সভায় সভায় প্রধান অতিথি ছিলেন উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম।
আলোচনায় অংশগ্রহণ করেন মোহাম্মদ ইয়াকুব আলী, সচিব, উত্তর কাট্টলী ১০ নম্বর ওয়ার্ড, মো. কামাল উদ্দিন, স্কুল ম্যানেজিং কমিটি সদস্য, পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, শান্ত কুমার নাথ, শিক্ষক, পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মো. আব্দুর রহমান, শিক্ষক, পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মো. আবু তাহের, স্বাস্থ্যকর্মী ১৩ নম্বর ওয়ার্ড মমতা, মো. সুমন সরকার, প্রোগ্রাম অ্যান্ড ডকুমেন্টেশন এসোসিয়েটস, উৎস, মো. মনির হোসেন রাজু ৯ নম্বর ওয়ার্ড যুব প্রতিনিধি, নারগিছ আক্তার ও সাপোর্টিং এঙ্গেজমেন্ট অফ দা সিভিল সোসাইটি ফর কোভিড -১৯ রেসপন্স এক্টিভিটিস প্রকল্পের প্রজেক্ট এর ভলান্টিয়ার মো. জসিম উদ্দিন। অ্যাডভোকেসি সভায় করোনা মহামারী প্রতিরোধে মাস্ক ব্যবহার করা, বারবার সাবান দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা, আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা, গণপরিবহন ও বাজারে সামাজিক মনিটরিং বাড়ানো, সামাজিক সচেতনতা তৈরিতে আচরণে পরিবর্তন আনা এবং টিকা গ্রহণে উদ্বুদ্ধ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় সমাজের সকল স্তরের মানুষ করোনা মহামারী প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়। প্রকল্প কার্যক্রমের আওতায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত আসন – ৪ (সাধারণ ৯, ১০ এবং ১৩ নম্বর ওয়ার্ড) এর মসজিদের খতিবগনের মাধ্যমে সচেতনতামূলক বক্তব্য প্রদান, এলাকায় সচেতনতামূলক মাইকিং, পোস্টার, লিফলেট, স্টিকার, ফেস্টুন এর মাধ্যমে প্রচার কার্যক্রম অব্যাহত রাখা ও জোরদার করার পরিকল্পনা গৃহীত হয়। বিজ্ঞপ্তি