মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা
চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শ্রমজীবী জনতার অধিকার আদায়ে রাজপথের সৈনিক মরহুম কাজী মাহবুবুল হক চৌধুরী এটলীর প্রথম মৃত্যু বার্ষিকীতে সকালে চৈতন্য গলিস্থ মরহুমের কবরস্থানে পুষ্পাঞ্জলি নিবেদন, জিয়ারতের পর সংগঠনের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেছেন, শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজী মাহবুবুল হক চৌধুরী এটলী যে সাংগঠনিক দক্ষতার ধারণা দিয়েছেন তাকে ধরে রাখতে হবে। তিনি আরো বলেন, ঘাট শ্রমিক ও লবণ শ্রমিকদের নিয়ে চট্টগ্রামে শ্রমিক লীগের সাংগঠনিক শক্তির বিকাশ, এটা সম্ভব হয়েছিল এটলীর সুযোগ্য নেতৃত্বে। এবিএম মহিউদ্দিন চৌধুরী ও এটলীর নীতি আদর্শ ধারণ করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এতে প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আব্দুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের।
শ্রমিক নেতা গাজী জসিম উদ্দীনের সভাপতিত্বে ও তোফাজ্জল হোসেন জিকুর সঞ্চালনায় অনুষ্ঠিত বক্তব্য রাখেন বিদ্যুৎ শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা আব্দুর রহিম, আব্দুল মতিন মাস্টার, মো. আবুল বশর মাস্টার, মো. আকবর হোসেন, অগ্রণী ব্যাংক কর্মচারী সিবিএর রকিবুল হাসান গাজী, যমুনা অয়েল এর আব্দুল্লাহ ছগির, জনতা ব্যাংক কর্মচারী সমিতির কুতুব উদ্দীন, জিপিওর সাইফুল ইসলাম, অগ্রণী ব্যাংক কর্মচারী সমিতির মো. ইকবাল, উত্তরা ব্যাংকের রাশেদ চৌধুরী, মো. সাহেদুল ইসলাম, নাইমুল ইসলাম ফটিক, নুরুল আবছার, আব্দুল্লাহ মারুফ, মো. রফিক, মো. সাহাব উদ্দীন, প্রদীপ বড়–য়া, মো. মামুন, আব্দুল খালেক, কাঞ্চন দাশ জিএম দস্তগীর, সৈয়দ আরিফ হোসেন, শাহাজাহান সাজু, মো.নাছির উদ্দীন, নাইমুল করিম, খুরশিদ আলম, হাসান মুরাদ, আবু বক্কর, মুজাম্মেল, আবুল কাসেম, কুতুব উদ্দীন, সৈয়দুল আলম ফয়জুল মামুন প্রমুখ। বিজ্ঞপ্তি