জনসাধারণের জানমালের নিরাপত্তায় ‘আমার গাড়ি নিরাপদ’ উদ্যোগ কার্যক্রমে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) আরও এক ধাপ এগিয়ে গেল।
নগরীর ৮টি পয়েন্টে স্থাপিত বুথের মাধ্যমে চলছে সিএনজি অটোরিক্সা গাড়ির নিবন্ধন কার্যক্রম।
১৩ ডিসেম্বর সকাল ১১টায় নগরীর জিইসি মোড়ে স্থাপিত বুথে নিবন্ধন কার্যক্রম পর্যবেক্ষণ করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।
এসময় নিবন্ধনকৃত গাড়ির ড্রাইভার ও মালিকদের হাতে শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেন তিনি।
চট্টগ্রাম নগরীতে চলাচলরত রেজিস্ট্রেশনকৃত প্রায় ১৩ হাজার সিএনজি অটোরিক্সাকে এ কার্যক্রমের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে সিএমপি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) তারেক আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মো. জয়নুল আবেদীন, অতিরিক্ত উপ-পলিশ কমিশনার (জনসংযোগ) মো. শাহাদাৎ হোসেন রাসেল, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মো. মমতাজ উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) মো. মুজাহিদুল ইসলাম, টিআই (প্রশাসন-উত্তর) মো. সেলিমুর রহমান ও টিআই (প্রবর্ত্তক) মঞ্জুর হোসাইনসহ সংশ্লিষ্ট ট্রাফিক পুলিশ সার্জেন্টগণ।
সিএমপি কমিশনার বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা ও নিরাপত্তা অনুভূতি ছড়িয়ে দেওয়া এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।