আট বছর পর আসছে হারিয়ে যাওয়া গান

সুপ্রভাত বিনোদন ডেস্ক »

কণ্ঠশিল্পী রুমানা ইসলামের অপ্রকাশিত অনেক গানের মধ্যে একটি গান খুব প্রিয় ছিল। বছর আটেক আগে গাওয়া এই গানটির শিরোনাম ‘একটু কাছে আসো না’।
গানটি প্রকাশ না হওয়ার প্রধান কারণ হলো, এটি তৈরির কিছু দিনের মধ্যেই ট্র্যাকটি হারিয়ে যায়!
এর কথা লিখেছিলেন উপল আর সুর-সংগীত করেছিলেন ফুয়াদ আল মুক্তাদির। অবশেষে আবারও নতুন ট্র্যাক তৈরি করে পুরনো প্রিয় গানটি প্রকাশের উদ্যোগ নিয়েছেন তিনি।
রুমানা ইসলাম বললেন, ‘‘প্রায় আট বছর আগে ‌‘একটু কাছে আসো না’ গানটির কাজ করেছিলাম। এরপর ফুয়াদ দেশের বাইরে চলে যায়। আমিও গানটি হারিয়ে ফেলি। এর কথা ও সুর এত চমৎকার ছিল যে গানটির প্রতি আমার অন্য রকম ভালো লাগা তৈরি হয়েছিল। তাই আবারও নতুন করে গানটির সংগীতায়োজন করেছি। কিছু দিনের মধ্যে এর ভিডিও নির্মাণ করা হবে। এরপর এটি প্রকাশ হবে।’’
নতুন করে সংগীত করেছেন জেকে মজলিস।
গানের কথাগুলো এমন- ‘ছোট্ট এই বুকে ছোট্ট ভালোবাসা, কখন যে দিলাম তোমায়, তা তো জানি না, তুমি নেবে কিনা আমার এই ছোট্ট ভালোবাসা, আমি আছি নিয়ে বুকে বড় দুরাশা’।
এদিকে রুমানা ইসলামের কণ্ঠে সর্বশেষ প্রকাশিত গান হচ্ছে ‘একটা মন’। এটি লিখেছেন জামাল হোসেন এবং সুর সংগীত করেছেন মুহিন খান।
করোনা নিয়ে গেয়েছেন দুটি গান। প্রয়াত সংগীত পরিচালক ফরিদ আহমেদের সুরে আগুনের লেখায় ‘ভয় পেও না ভয় পেও না যদি হয় করোনা’ গানটি বেশ আলোচিত হয়। করোনা নিয়ে অপর গানটির শিরোনাম ‘প্রকৃতির অভিমান’।