আজ থেকে শুরু হচ্ছে হেলথ অ্যান্ড মেডিকেল এক্সপো

smart

নিজস্ব প্রতিবেদক »

স্বাস্থ্যসেবা গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী হেলথ এন্ড মেডিকেল এক্সপো ২০২২। ১০, ১১ ও ১২ নভেম্বর ৭টি দেশের অংশগ্রহণে চট্টগ্রামের জিইসি কনভেনশন হলে সর্ববৃহৎ এ হেলথ এক্সপো অনুষ্ঠিত হবে।

গতকাল বিকাল তিনটায় নগরীর প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হেলথ এন্ড মেডিকেল এক্সপো’র সমন্বয়ক শহিদুল ইসলাম এক বিবৃতিতে নিশ্চিত করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘মানুষের মৌলিক চাহিদার অন্যতম প্রধান এই স্বাস্থ্যসেবা সাধারণ জনগণের জন্য সহজলভ্য এবং নিশ্চিত করা গেলে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমাদের খুব বেশি বেগ পেতে হবে না।

তিনি আরও বলেন, ‘ হেলথ এন্ড মেডিকেল এক্সপো মেলায় স্বনামধন্য ও বিশেষজ্ঞ ডাক্তারগণের সমন্বয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার ও বিনামূল্যে স্বাস্থ্য বিষয়ক পরামর্শসহ আমাদের ৩ দিনব্যাপী আয়োজন হচ্ছে।

এ মেলায় ফ্রি ডায়াবেটিস চেকআপ, ফ্রি রক্ত চাপ নির্ণয়, ফ্রি চক্ষু পরীক্ষা, ফ্রি স্বাস্থ্য পরামর্শ এবং ভিত্তিক সেমিনারের আয়োজন করা হয়েছে।’
অনুষ্ঠানের প্রথম দিন ১০ নভেম্বর সকাল ১০টায় জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত হেলথ্ এন্ড মেডিকেল এক্সপো ২০২২-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন বাসস-এর চট্টগ্রাম প্রধান কলিম সরোয়ার।

অনুষ্ঠানে লেখক-সাংবাদিক শওকত বাঙালির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. ইসমাইল খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের মুক্তির সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, চট্টগ্রাম কিন্তু হসপিটালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়–য়া। প্রতিষ্ঠানের পক্ষে থাকবেন হেলথ এন্ড মেডিকেল এক্সপো ২০২২ এর ভাইস চেয়ারম্যান আবুল মনসুর।

দ্বিতীয় দিন বিকেল ৩টায় বিশিষ্ট পুষ্টিবিদ ডা. হাসিনা আক্তার লিপি’র পরিচালনায় পুষ্টি ও ওজন কমানো বিষয়ক সেমিনার এবং বিকেল ৪টায় ডা. অধ্যাপিকা বাসনা মুহুরী’র পরিচালনায় শিশুর বিকাশ ও প্রতিবন্ধীর কারণ বিষয়ক সেমিনার।

সমাপনী দিনের আয়োজনে থাকছে সকাল ১০টায় চট্টগ্রাম ডায়াবেটিস হসপিটালের পরিচালনায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ বিষয়ক পরামর্শ। সকাল ১১ টায় ডা. আবু সাঈদ শীমুল’র পরিচালনায় ‘শিশুরোগ ও প্রতিকার বিষয়ক সেমিনার’।

স্বাস্থ্যখাতে বিভিন্নভাবে যাঁরা সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং ভূমিকা রেখেছেন তাঁদের মধ্যে ১০ জনকে দেয়া হবে ‘বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক সম্মাননা’।

সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- চট্টগ্রাম চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. রবিউল হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ক্যান্সার ওয়ার্ডের ডোনার সাফিয়া গাজী রহমান, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডোনার বিশিষ্ট শিল্পপতি ও পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফী মো. মিজানুর রহমান, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়–য়া, ৫০ বছর ধরে সফলতার সাথে কার্যক্রম চালিয়ে আসা প্রতিষ্ঠান সন্ধানী, সরকারি চাকুরিজীবী মোহাম্মদ নেছার যিনি নিজের বেতনের টাকায় গরীবের মাঝে ওষুধ সামগ্রী বিতরণ করেন, সেবা ফাউন্ডেশনের মানবিক শওকত, বেওয়ারিশ মানুষজন নিয়ে কাজ করা মনজুর, করোনাকালীন এবং সর্বশেষ বিএম ডিপোতে অগ্নিকান্ডে হতাহতদের সহায়তা এগিয়ে আসা গাউছিয়া কমিটি বাংলাদেশ এবং করোনাকালীন সময়ের সম্মুখ যোদ্ধা আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক চেয়ারম্যান গণপাঠাগারের সৌজন্যে এ সম্মাননা স্মারক প্রদান করা হবে।