Blog Page 2756

আনোয়ারায় দুই পক্ষের মারামারিতে পুলিশসহ আহত ৩০

আনোয়ারায় দুই পক্ষের মারামারিতে ভাঙচুরের ঘটনা ঘটেছে-সুপ্রভাত

নিজস্ব প্রতিনিধি, আনোয়ারা

আনোয়ারায় জায়গা দখল নিয়ে ইউনিয়ন পরিষদ ও স্থানীয়দের বিরোধের জের ধরে দুই পক্ষের মারামারির ও ইউনিয়ন পরিষদ ভাঙচুরের ঘটনায় ঘটেছে। এতে ১ পুলিশসহ উভয় পড়্গের ৩০ জন আহত হয়েছে।  শুক্রবার সকাল ৯ টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর কমিউনিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার সকালে বৈরাগ ইউনিয়ন পরিষদের পেছনে একটি জায়গায় পরিষদের লোকজন বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গেলে স্থানীয় সিংহ পাড়ার লোকজন কাজে বাধা দিলে উভয় পক্ষের বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। এসময় ইউনিয়ন পরিষদ ভবনের  চেয়ারম্যানের কক্ষে ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে চেয়ারম্যান সমর্থিত মো. ইলিয়াছ, তারেকুজ্জামান খাঁন, সামুন খাঁন, ইমদাদ হোসেন রনি, মো. জুয়েল, মো. রবিন, ডলি আক্তার, মো.শরিফ, মুজিবুর রহমান, স্থানীয় সিংহ পাড়ার প্রমিলা সিংহ, প্রতিমা সিংহ , চন্দ্রমোহন সিংহ, শিব সিংহ, মাইকেল দেব বর্মণ, প্রভাষ সিংহ, রাম চন্দ্র দাশ চন্দন,উৎপল সিংহ, সুসন সিংহ ,সুজন সিংহ, বলরাম, ঝরণা, জনি, মৃদুল, কবিতা, হারাদন, তিলক, চন্দ্র মোহন, মীরা সিংহ ও কর্ণফুলী থানার এএসআই পারভেজসহ এঘটনায় উভয় পড়্গের ৩০ জন আহত হয়েছে।

স্থানীয় জায়গার ওয়ারিশ দাবি করে সুশান সিংহ জানান, আমার পূর্ব পুরম্নষের দান পত্র মূলে স্থানীয় কমিউনিটি সেন্টারকে ১৩ শত জমি দেন। পরে ওখানে ইউনিয়ন পরিষদ হয়। দান পত্রের বাহিরে আমাদের মালিকানাধীন জমিতে ইউনিয়ন পরিষদ বাউন্ডারির কাজ শুরু করলে আমরা এসে বাধা দিয়। এসময় প্রতিপক্ষের লোকজনের হামলায় স্থানীয় সিংহ পাড়ার ২০ গ্রামবাসী আহত হয়।

বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোলাইমান জানান, স্থানীয় সিংহ পাড়ার কিছু লোকজন জায়গাটি ওয়ারিশ মূলে মালিকানা দাবি করে আসলে তাদেরকে দলিল পত্রসহ ২০১৬ সাল থেকে কয়েক দফা চিঠি দিয়ে পরিষদে ডাকলেও তারা আসেনি। তাই আমরা পরিষদের পড়্গে জায়গাটিতে বাউন্ডারি ওয়ালের কাজ শুরম্ন করলে তারা এসে আমার পরিষদে হামলা ও ভাংচুর করে।

এ ব্যাপারে জানতে চাইলে কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহ আলম সুমন জানান, সকালে বৈরাগ ইউনিয়ন পরিষদে দুই পড়্গের মধ্যে মারমারি হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিসি’তি নিয়ন্ত্রণে আনে। এতে এক পুলিশ সদস্য আহত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

মিরসরাইয়ে মহাসড়কে পণ্য লুটের অন্যতম হোতা নূরু!

র‌্যাবের হাতে আটক নুরম্নজ্জামান নুরম্ন-সুপ্রভাত

রাজু কুমার দে, মিরসরাই :

চাল, তেল, ডাল, চিনি, রড সব ধরণের পণ্য চুরি করতে তিনি হস্তসিদ্ধ। রয়েছে একাধিক চোরাই তেলের দোকান। একাধিক সহযোগী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ বাজারে রাতের বেলায় হারিকেল জ্বালিয়ে পরিবহন চালকদের কাছ থেকে  চোরাই তেল কিনে নেন। অবশেষে ধরা পড়ল সেই নুরম্নজ্জামান ওরফে নুরু। বুধবার (১৩ মে) রাতে ৬০ বস্তা সরকারি চালসহ র‌্যাব-৭ এর একটি দল উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ গ্রামের একটি গোডাউন থেকে চালগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, দক্ষিণ ওয়াহেদপুর এলাকার হাফিজুর রহমানের পুত্র নুরুজ্জামান নুরু (৩৮) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের  ছোট কমলদহ বাজারে পণ্য লুটের অন্যতম  হোতা। চাল, তেল, ডাল, রড চিনিসহ সব ধরনের পণ্য লুটের সাথে সে জড়িত। রাতের বেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী পরিবহণ চালকদের সাথে যোগসাজেসে বিভিন্ন পণ্য লুট করতো। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছেন নুরুজ্জামান ওরফে নুরু।

ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ সুপ্রভাতকে জানান, গত দুই মাস আগে নুরুজ্জামানকে গামের্ন্টেসের কাপড় চুরির অভিযোগে ছোট কমলদহ বাজারে স্থানীয়রা পিটিয়েছে। নুরম্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সব ধরনের পণ্য লুটের সাথে জড়িত।  ছোট কমলদহ বাজারে নুরুর তিনটি চোরাই তেলে দোকান রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, নুরু আওয়ামী লীগের কেউ নন। একটি স্বার্থানেষ্বী মহল নুরুকে আওয়ামী লীগ বলে প্রচার করছে বলে দাবি করেন তিনি।

চাল উদ্ধার বিষয়ে র‌্যাব ৭ এর (ফেনী) ভারপ্রাপ্ত অধিনায়ক মো. নুরম্নজ্জামান সুপ্রভাতকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরু মহাসড়কে পণ্যবাহী পরিবহণ থেকে বিভিন্ন পণ্য লুট করতো বলে জানিয়েছে। তবে উদ্ধার হওয়া চালগুলো কোথায় থেকে এনেছে তা তদনেত্মর স্বার্থে জানাতে রাজি হননি। এবিষয়ে এখনো তদন্ত চলছে বলে তিনি জানান।

মিরসরাইয়ে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই

মিরসরাইয়ে গলা ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। তার নাম তাজুল ইসলাম হৃদয় (১৯)। সে উপজেলার বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চিনকির আসত্মানা স্টেশন এলাকার মো. জাফর আহম্মদের পুত্র। বৃহস্পতিবার রাতে সাড়ে ৯টায় নিজ ঘরের ভেতর আত্মহত্যা করে সে। এ বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বারইয়ারহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুজ্জামান বাবুল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় পরিবারের অন্য সদস্যদের অগোচরে নিজ ঘরে ফ্যানের সাথে ফাঁস দেয় হৃদয়।

পরে অনেক ডাকাডাকির পর ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যরা দরজা ভেঙ্গে হৃদয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে। তবে কি কারণে হৃদয় আত্মহত্যা করে তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে কিছুদিন আগে প্রেম ঘটিত বিষয় নিয়ে সৃষ্টি হওয়া জটিলতার কারণে হৃদয় আত্মহত্যা করতে পারে।

জোরারগঞ্জ থানার জ্যেষ্ঠ উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম হৃদয়ের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক)  প্রেরণ করা হয়। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রামে করোনা চিকিৎসায় এগিয়ে এলো মা ও শিশু হাসপাতাল

চমেক হাসপাতালেও ১০০ শয্যার করোনা ইউনিট চালুর প্রস্তুতি

সালাহ উদ্দিন সায়েম :
চট্টগ্রামে যখন নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য শয্যা সংকটের উপক্রম দেখা দিয়েছে, তখন এগিয়ে এলো নগরীর আগ্রাবাদ এলাকার বেসরকারি মা ও শিশু হাসপাতাল মেডিক্যাল কলেজ । হাসপাতালটিতে দুটি ভেন্টিলেটরসহ ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালেও ১০০ শয্যার করোনা ইউনিট চালুর প্রস্তুতি চলছে।
মা ও শিশু হাসপাতালের পর চট্টগ্রামের বাকি পাঁচ বেসরকারি মেডিক্যাল কলেজ-ইউএসটিসি ও বিজিসি ট্রাস্ট, সাউদার্ন, মেরিন সিটি ও ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের দিকে তাকিয়ে আছে চট্টগ্রামের স্বাস্থ্য প্রশাসন।
মা ও শিশু হাসপাতালের নবনির্মিত ১১ তলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় এই করোনা আইসোলেশন ওয়ার্ড চালু করা হচ্ছে। এই আইসোলেশন ওয়ার্ডের প্রতিটি শয্যায় সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমও রাখা হয়েছে। চট্টগ্রামে করোনার চিকিৎসা দেওয়া আর কোনো হাসপাতালের শয্যায় এই অক্সিজেন সুবিধা নেই।
হাসপাতালটির নবনির্মিত ১১ তলা ভবনের তৃতীয় তলায় ইতোমধ্যে সেন্ট্রাল অক্সিজেনের কানেকশনসহ ২০টি শয্যা স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। বসানো হয়েছে দুটি ভেন্টিলেটরও। এছাড়া অন্যান্য চিকিৎসা সরঞ্জাম স্থাপনের কাজও শেষ হয়েছে।
শনিবার চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালকের কাছে করোনা চিকিৎসার অনুমোদন চাইবে মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ। অনুমোদন পেলে দ্রুততম সময়ে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ রেজাউল করিম আজাদ।
চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর সুপ্রভাতকে বলেন, ‘আমি কিছু দিন আগে মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলাম। তাদের নিজস্ব ডাক্তার ও নার্স রয়েছে। আছে লজিস্টিক সাপোর্টও। করোনা ইউনিটের জন্য তাদের সব ধরনের সক্ষমতা রয়েছে। আমরা দ্রুত তাদের অনুমোদন দিয়ে দিবো।’
মা ও শিশু হাসপাতালের পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ রেজাউল করিম আজাদ সুপ্রভাতকে বলেন, চট্টগ্রামে করোনা চিকিৎসার হাসপাতালগুলোতে অপ্রতুল শয্যার কথা চিন্তা করে আমরা এখানে আইসোলেশন ওয়ার্ড চালু করেছি। আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এসেছি যাতে চিকিৎসার অভাবে কেউ মারা না যান।
মা ও শিশু হাসপাতাল ছাড়া চট্টগ্রামে বেসরকারি মেডিক্যাল কলেজ রয়েছে আরো পাঁচটি। এগুলো হলো-পাহাড়তলী ইউএসটিসি, চন্দনাইশ বিজিসি ট্রাস্ট, নাসিরাবাদ সাউদার্ন মেডিক্যাল কলেজ, বায়েজিদ মেরিন সিটি মেডিক্যাল কলেজ ও চান্দগাঁও ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ।
এদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালেও ১০০ শয্যার করোনা ইউনিট চালু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুুন কবীর। ইতোমধ্যে হাসপাতালটিতে ৩০ শয্যার করোনা পর্যবেক্ষণ সেল চালু করা হয়েছে।
মা ও শিশু হাসপাতাল ছাড়া অন্যান্য বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার যাবতীয় সুযোগ সুবিধা থাকলেও সেখানে করোনার আইসোলেশন ওয়ার্ড গড়ে তোলা হচ্ছে না কেন এ নিয়ে প্রশ্ন তুলেছেন চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর।
তিনি সুপ্রভাতকে বলেন, মা ও শিশু হাসপাতাল যদি এগিয়ে অন্য বেসরকারি মেডিক্যাল কলেজগুলো কেন এগিয়ে আসবে না? চট্টগ্রামে এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সহসাই করোনা চিকিৎসার তিনটি হাসপাতালে শয্যা সংকট দেখা দেবে। এ অবস্থায় বেসরকারী চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। কেননা স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা অনুযায়ী, বেসরকারী হাসপাতালে সংক্রমণ চিকিৎসায় আইসোলেশন ইউনিট করার বাধ্যবাধকতা রয়েছে। অথচ চট্টগ্রামে বেসরকারি কোনো হাসপাতালে আইসোলেশন ইউনিট নেই। এখন চট্টগ্রামে করোনার এই পরিস্থিতিতে বেসরকারি হাসপাতালগুলোকে আইসোলেশন ইউনিট যত দ্রুত সম্ভব চালু করা উচিত।
খোঁজ নিয়ে জানা গেছে, ইউএসটিসি ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, নাসিরাবাদ সাউদার্ন মেডিক্যাল কলেজ, বায়েজিদ মেরিন সিটি মেডিক্যাল কলেজ ও চান্দগাঁও ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়তে থাকায় এসব বেসরকারি মেডিক্যাল কলেজে আইসোলেশন ইউনিট চালু করার কথা ভাবছে স্বাস্থ্য পরিচালক ও সিভিল সার্জন।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সুপ্রভাতকে বলেন, চট্টগ্রামে এখন যে তিনটি হাসপাতালে করোনার চিকিৎসা দেওয়া হচ্ছে, সেখানে যদি সংকট দেখা দেয় তাহলে আমরা বেসরকারি মেডিক্যালের কথা মাথায় রেখেছি।

যেসব অসুখ দূর করে সর্ষের তেল

সুপ্রভাত ডেস্ক :
সর্ষের তেল- নামটা শুনলেই বুক দুরুদুরু! এই বুঝি কোলেস্টেরল বাড়ল বা হানা দিল হার্টের সমস্যা! কিংবা চর্বি বাসা বাঁধল…! এইসব ভুল, ভ্রান্ত ধারনা দূর করুন। সর্ষের তেলে কোনও স্বাস্থ্য-ঝুঁকি নেই! বরং অন্যান্য অনেক কেতাদার তেলের থেকে নিরাপদ। এটি বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত। স্বাস্থের অবনতি দূরে থাক, সর্ষের তেল খেলে আখেরে স্বাস্থের উন্নতীই হয়! কীভাবে ? জেনে নিন-
সর্ষের তেলে রয়েছে অ্যান্টিব্যাকটিরিয়াল গুণ। ফলে, শরীরে ব্যাকটিরিয়া সংক্রমণ প্রতিরোধ করে। বিশেষ করে, কোলন, ডাইজেস্টিভ সিস্টেম এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে দূরে রাখে।
শরীরে ফাঙ্গাল ইনফেকশন, বিশেষ করে বর্ষাকালে, খুব সাধারণ সমস্যা। নিয়মিত সর্ষের তেল ব্যবহার করলে ফাঙ্গাল ইনফেকশন প্রতিরোধ করা সম্ভব।
সর্ষের তেলে থাকে বিটা ক্যারোটিন, ক্যালশিয়ম, ভিটামিন এ এবং ই, আলফা ওমেগা থ্রি এবং আলফা ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড, আয়রন, ম্যাঙ্গানিজ এবং অ্যান্টিঅক্সিড্যান্ট। যে- কোনও ব্যক্তির সুস্থ থাকার জন্য এই উপাদানগুলি জরুরি। কাজেই রান্নার মাধ্যমে এই তেল শরীরে ঢুকলে লাভই হয়!
সর্ষের তেলে দুটি ফ্যাটি অ্যাসিড থাকে- ওলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড। এই দুটি ফ্যাটি অ্যাসিড একত্রে থাকায় হেয়ার ভাইটালাইজার হিসাবে কাজ করে।
বর্তমানে করোনারি হার্ট ডিজিজ বা সিএইচডি হল মৃত্যুর অন্যতম প্রধান কারণ। হার্টের এই অসুখের জন্য দায়ী কোলেস্টেরল। নিয়মিত সর্ষের তেল খাওয়ার সবচেয়ে বড় উপকারের দিক হল, এতে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড রয়েছে। এর ভারসাম্য বজায় না থাকলে হার্ট অ্যাটাক থেকে শুরু করে ক্যানসার, ইনসুলিন রেজিস্ট্যান্স, ডিপ্রেশন, প্রিম্যাচিয়োর এজিং, ডায়াবিটিস, হাঁপানি ও অ্যালজাইমারের মতো অসুখ দেখা দিতে পারে!
খবর : নিউজ১৮’র।

উদ্ধত স্বভাবের জন্য ছবি থেকে বাদ পড়তে বসেছিলেন শাহরুখ

সুপ্রভাত ডেস্ক :
পর্দায় তিনি যখন রোমান্স করেন, তার ভক্তরা চোখের পাতা ফেলতে পারেন না। এমনই চার্মে মুগ্ধ করেছিলেন শাহরুখ খান। আজও তার ভক্তের সংখ্যায় মোটেই ভাটা পড়েনি। আজও ডর ছবিতে তার অভিনয় মনের মধ্যে দাগ কেটে যায়। ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেও শাহরুখ কিন্তু শেষ পর্যন্ত নায়কই হয়েছিলেন।
তবে জানেন কি, এই ডর ছবি থেকে প্রায় বাদ পড়তে পড়তে বেঁচে ছিলেন শাহরুখ। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে উদ্ধত স্বভাবের জন্য নাকি জন্য বাদ পড়তে বসে ছিলেন কিং খান। স্বয়ং যশ চোপড়া তাকে এই চরিত্রের জন্য বেছে নিয়ে খুব একটা আত্মবিশ্বাসী ছিলেন না। তার মনে হতো এই চরিত্রের জন্য শাহরুখ একটু বেশি উদ্ধত।
তাই শাহরুখ এই চরিত্রের জন্য নির্বাচিত হয়ে যাওয়ার পরেও নাকি নতুন কাউকে খুঁজছিলেন যশ চোপড়া। শাহরুখ তখন খুব দৃঢ় স্বভাবের ছিলেন। তার দৃঢ়তাকেই দাম্ভিকতা ভেবে নিয়েছিলেন যশ চোপড়া।
এই প্রসঙ্গে শাহরুখ এক সংবাদমাধ্যমের কাছে পুরনো একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি দাম্ভিক নই। কিন্তু আমি অকপট। আমি জানি আমি কী করবো আর করব না। প্রথমদিকে সুভাষ ঘাই ও যশ চোপড়া দুজনেই ভেবেছিলেন আমি খুব উদ্ধত। যশ চোপড়া একদিন আমাকে বলেছিলেন যে আমি নির্বাচিত হয়ে যাওয়ার পরেও তিনি অন্য কাউকে খুঁজছেন ছবির জন্য। কারণ আমাকে তার উদ্ধত মনে হয়।’
শাহরুখ আরো বলেছিলেন, ‘তিনি ভেবেছিলেন আমি ওনার জন্য অনেক সমস্যা তৈরি করব। আর আজ তিনি বলেন ওই চরিত্রের জন্য আমার থেকে ভালো কেউ হতেই পারত না। আমার স্বভাবটাই এমন। হয় আমাকে ভালোবাসো না হয় আমায় ছেড়ে দাও। আমি খুব পরিশ্রমী। আর অর্থের মূল্য আমি সব সময় দিই।’
‘ডর’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। আজকের কিং খান তখন সবেমাত্র ক্যারিয়ার শুরু করেছিলেন। সেই ছবিতে নায়কের ভূমিকায় ছিলেন সানি দেওল এবং নায়িকার ভূমিকায় জুহি চাওলা। কিন্তু খলনায়কের ভূমিকায় অভিনয় করেও সবথেকে বেশি ছাপ রেখেছিলেন শাহরুখই।
খবর : কলকাতাটোয়েন্টিফোর’র।

অস্কারের ৯৩ বছরের ঐতিহ্য পরিবর্তন

সুপ্রভাত ডেস্ক :
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী একাডেমি পুরস্কারের (অস্কার) ৯৩তম আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২০২১ সালের ফেব্রুয়ারিতে। তবে এবারের অনুষ্ঠানটি ৯২তম আসরের তুলনায় আলাদা হবে। করোনাভাইরাসের কারণে এ পুরস্কারেরে নীতিমালায়ও পরিবর্তন আনা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। আর সেই অনুষ্ঠানে ৯৩ বছরের পরম্পরা ভাঙতে চলেছে। ২০২১ সালের অস্কার এবার ৪ মাস পিছিয়ে দেয়ার কথা ভাবছে কমিটি।
আগামী বছর ২৮ ফেব্রুয়ারিতে অস্কার আয়োজনের কথা রয়েছে। তবে যেভাবে ২০২০ সাল জুড়ে একের পর এক ফিল্মের শুটিং স্তব্ধ রয়েছে, তাতে মাথায় হাত নির্মাতাদের। বহু ফিল্মই বিশ্বজুড়ে মুক্তি দিতে পারছেন না নির্মাতারা। এছাড়া নির্দিষ্ট দিনে শুটিং ফ্লোরে যেতে পারছে না।
একাডেমির প্রথম ভাইস প্রেসিডেন্ট লোয়েস বারওয়েলের সভাপতিত্বে এবং প্রায় এক ডজন গভর্নরের সমন্বয়ে গঠিত পুরস্কার বিধিমালা প্রণয়ন কমিটি জোর দিয়েছে। আর বলা হয়েছে এবারের নিয়মগুলো আপতকালীন। একইসঙ্গে বলা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের আগের নিয়মেই অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি।
খবর : ডেইলিবাংলাদেশ’র।

আবার বিয়ে করলেন শখ!

সুপ্রভাত ডেস্ক :
করোনা ভাইরাস মহামারীর তৈরি করেছে সারা দুনিয়ায়। বাংলাদেশেও দিনদিন বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সবাই এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে ঘরে বসেই সময় পার করছেন। বন্ধ রয়েছে সবরকম শুটিং ও শোবিজের কাজ। এদিকে এমনি সময় বাতাসে উড়ছে মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখের দ্বিতীয় বিয়ের গুঞ্জন।
গেল কয়েকদিন ধরেই টিভিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এই সুন্দরীর বিয়ের খবর। খোঁজ নিয়ে জানা গেল, অনেকদিন ধরেই এক ব্যবসায়ী যুবকের সঙ্গে প্রেম করছেন শখ। তার গলাতেই বিয়ের মালা দিয়েছেন তিনি।
এ বিষয়ে নিশ্চিত হতে শখের সঙ্গে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। শোবিজে এই অভিনেত্রীর কাছের মানুষেরাও এ ব্যাপারে নিশ্চিত করে কোনো তথ্য দিতে পারেননি। সবাই অপেক্ষা করছেন শখ নিজেই বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে।
প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেছিলেন শখ। সেই বিয়ে ভেঙে যায় দুই বছরের মাথায়।
খবর : জাগোনিউজ’র।

‘শকুন্তলা দেবী’ মুক্তি পাচ্ছে অনলাইনে

সুপ্রভাত ডেস্ক :
অমিতাভ-আয়ুষ্মানের ‘গুলাবো সিতাবো’র পর এবার বিদ্যা বালান অভিনীত ‘শকুন্তলা দেবী’ও মুক্তি পাচ্ছে অনলাইন প্লাটফর্মে। বৃহস্পতিবারই ‘গুলাবো সিতাবো’র ওটিটি প্লাটফর্মে রিলিজ হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। অন্যদিকে, এদিনই আবার ‘শকুন্তলা দেবী’র বায়োপিকের নির্মাতারাও আভাস দিয়েছিলেন যে এই ছবি অনলাইনে মুক্তি পেতে পারে। অবশেষে অফিশিয়ালি জানানো হল যে ‘গুলাবো সিতাবো’র মতোই বিদ্যার ‘শকুন্তলা দেবী’রও ২০০টি দেশজুড়ে প্রিমিয়ার হতে চলেছে আমাজন প্রাইম ভিডিওর হাত ধরে। যদিও মুক্তির দিনক্ষণ এখনও জানানো হয়নি।
প্রসঙ্গত, মানব কম্পিউটার শকুন্তলা দেবীর ভূমিকায় রয়েছেন বিদ্যা বালান। তার স্বামী পরিতোষ বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত এবং শকুন্তলা দেবীর মেয়ের ভূমিকায় দেখা যাবে ‘দঙ্গল’ খ্যাত সানায়া মালহোত্রাকে।
উল্লেখ্য, ‘গুলাবো সিতাবো’, ‘শকুন্তলা দেবী’র পাশাপাশি অক্ষয় কুমার অভিনীত ‘লক্ষ্মী বম্ব’, রাজকুমার রাও অভিনীত ছবি ‘লুডো’, জাহ্নবী কাপুর অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা’-সহ আরও বেশ কিছু ছবিরও ওয়েব প্লাটফর্মে মুক্তির সম্ভাবনা রয়েছে। আর বহু প্রতীক্ষীত এই হিন্দি সিনেমাগুলির মুক্তি ওয়েব প্লাটফর্মে হওয়ায় অসন্তোষ প্রকাশ করে প্রযোজক-পরিচালকদের উদ্দেশে এক বিবৃতি জারি করেছে আইনক্স। সুজিত সরকার পরিচালিত ‘গুলাবো সিতাবো’ই হোক, বিদ্যা বালানের ‘শকুন্তলা দেবী’ই হোক কিংবা অক্ষয় কুমারের ‘লক্ষ্মী বম্ব’, জাহ্নবীর ‘গুঞ্জন সাক্সেনা’, এই প্রত্যেকটি ছবি ঘোষণার পর থেকেই সিনেপ্রেমীদের মনে আলাদা প্রত্যাশার সৃষ্টি করেছে।
খবর : সংবাদপ্রতিদিন’র।

মুক্তি পেলো ‘ঘুমকেতু’র টিজার

সুপ্রভাত ডেস্ক :
গত সপ্তাহেই শোনা গিয়েছিল এক স্ট্রাগলিং লেখকের গল্প নিয়ে জি ফাইফ প্রিমিয়ারে আসছেন ‘ঘুমকেতু’ ওরফে নওয়াজউদ্দিন সিদ্দিকি। নওয়াজের সঙ্গে ছবির বিশেষ একটি চরিত্রে দেখা যাবে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপকেও। নওয়াজের সঙ্গে একই ফ্রেমে অনুরাগ কাশ্যপ, এই সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে বিশেষ কৌতূহল যে থাকবেই তা আগেই আন্দাজ করা গিয়েছিল। সিনেপ্রেমীদের সেই উত্তেজনার পারদ উসকে দিয়েই এবার প্রকাশ্যে এল ‘ঘুমকেতু’র প্রথম ঝলক।
আদ্যোপান্ত কমেডি ঘরানার ছবি, ১ মিনিটের এই টিজারেই স্পষ্ট তার ইঙ্গিত। ছাপোষা, সহজ-সরল এক অনভিজ্ঞ লেখকের গল্প নিয়ে ‘ঘুমকেতু’র গল্প। বলিউডের নামকরা চিত্রনাট্যকার হওয়ায় আশায় বুক বেঁধে যে নিজের গ্রাম থেকে মুম্বইতে পাড়ি দিয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রির প্রযোজকদের দুয়ারে দুয়ারে ঘুরে তার গল্প বিক্রি করার আপ্রাণ চেষ্টা। এদিকে স্ট্রাগলিং স্ক্রিপ্ট রাইটারের নামে আগে থেকেই থানায় মিসিং কেস ফাইল হয়ে রয়েছে। পুলিশও ‘ঘুমকেতু’র খোঁজে করছে। ঘটনাচক্রে সিনেমার জন্যে তারই লেখা এক গল্প চুরি যায়। যার জেরে তাকে দ্বারস্থ হতে হয় পুলিশের। এরপর? বাকি গল্প দেখতে হলে চোখ রাখতে হবে জি ফাইফ প্রিমিয়ারের পর্দায়।
উঠতি লেখকের চরিত্রে অভিনয় করেছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকি। পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অনুরাগ কাশ্যপকে। তার চরিত্রটিকেও কমেডির ছোঁয়া রাখা হয়েছে। কাজের ব্যাপারে যিনি কিনা বেশ উদাসীন। অনুরাগের সঙ্গে প্রথমবার অভিনয় করার অভিজ্ঞতা প্রসঙ্গে নওয়াজ জানিয়েছেন, একসঙ্গে স্ক্রিনস্পেস শেয়ার করে তার বেশ ভালই লেগেছে। কারণ, অনুরাগ সাধারণত ক্যামেরার পিছনেই থাকেন। উল্লেখ্য, অনুরাগের ছবিতে নওয়াজ আগে অভিনয়ও করেছেন। সেই পরিচালকের সঙ্গেই স্ক্রিন শেয়ার করা একটা আলাদা অনুভূতি! এই লকডাউন পর্বে ছবিটি যে সবাই উপভোগ করবেন, তা নিয়েও একপ্রকার নিশ্চিত নওয়াজ।
‘ঘুমকেতু’তে নওয়াজউদ্দিন সিদ্দিকি ও অনুরাগ কাশ্যপ ছাড়াও অভিনয় করেছেন ইলা অরুণ, রঘুবীর যাদব, স্বানন্দ কিরকিরে এবং রাগিনী খান্না। আগামী ২২ মে জি ফাইভের পর্দায় প্রিমিয়ার হবে। টিজারে ঝলক মিলল অমিতাভ বচ্চন, রণবীর সিং, সোনাক্ষী সিনহারও। ‘ঘুমকেতু’ পরিচালনা করেছেন পুষ্পেন্দ্র নাথ মিশ্র এবং প্রযোজনা করেছেন ফ্যান্টম ফিল্মস এবং সোনি পিকচার্স নেটওয়ার্কস।
খবর : সংবাদপ্রতিদিন’র।

এ মুহূর্তের সংবাদ

চমেক হাসপাতাল : হৃদরোগ চিকিৎসায় অবহেলা নয়

চট্টগ্রামে কাভার্ডভ্যানে অবৈধভাবে গ্যাস পরিবহনের সময় লিক

সাবেক এমপি নদভীর পিএস গ্রেপ্তার

সাবেক চেয়ারম্যানকে ধরে পুলিশে দিল বৈষম্যবিরোধীরা

বেঁচে যাওয়া টাকা ফেরত পাবেন ৪৯৭৮ হাজি

শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন

সর্বশেষ

চমেক হাসপাতাল : হৃদরোগ চিকিৎসায় অবহেলা নয়

চট্টগ্রামে কাভার্ডভ্যানে অবৈধভাবে গ্যাস পরিবহনের সময় লিক

সাবেক এমপি নদভীর পিএস গ্রেপ্তার

সাবেক চেয়ারম্যানকে ধরে পুলিশে দিল বৈষম্যবিরোধীরা

বেঁচে যাওয়া টাকা ফেরত পাবেন ৪৯৭৮ হাজি

শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন