নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে আজ ১৫ মে সকালে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া তিন শতাধিক ক্রীড়াবিদ ও সংগঠকের কাছে উপহারসামগ্রী তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
এ সময় সিজেকেএস’র যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মশিউর রহমান, নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, এ কে এম আবদুল হান্নান, অহিদ সিরাজ চৌধুরী স্বপন, জি এম হাসান, হাসান মুরাদ বিপ্লব, মোহাম্মদ নাছির মিয়া, ডেরিক র্যান্ডলফ, সিজেকেএস কাউন্সিলর মো. সাইফুল আলম বাপ্পী, আবদুল হান্নান মিরন, মো. সালাউদ্দিন আহমদ, ক্রীড়া সংগঠক জাহেদ আমিন তারেক উপস্থিত ছিলেন।
মেয়র বলেন, ক্রীড়াবিদরা আমাদের গৌরব। তারাই আমাদের দেশের সম্মান বিশ্ব দরবারে সমুন্নীত রাখে। দেশের পতাকা মেলে ধরে বিশ্ব দরবারে। এই দুর্দিনে আমরা ক্রীড়াবিদদের পাশে না দাঁড়ালে হারিয়ে যাবে আমাদের অনেক প্রতিভা। তাই ক্রীড়াঙ্গনকে বাঁচিয়ে রাখতে ক্রীড়াবিদ ও সংগঠনকে লালন করতে হবে। এই দুর্দিন হয়তো কেটে যাবে ততদিন পর্যন্ত খেলোয়াড়দেরকে আমাদের দেখভাল করা জরুরি। এই বিষয়ে প্রধানমন্ত্রীও সজাগ দৃষ্টি রেখেছেন।
মেয়র আরো বলেন, করোনা মহামারীতে ক্রীড়াঙ্গন স্থবির হয়ে আছে। তাদের কথা বিবেচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড নৈতিক দায়িত্বের মধ্যে থেকে পাশে দাঁড়িয়েছে। ক্রীড়াঙ্গনের অস্বচ্ছল ক্রীড়াবিদ ছাড়াও আমরা সাধারণ মানুষের কাছে উপহার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। আপনাদের চিন্তিত হওয়ার কোন কারণ নেই। প্রধানমন্ত্রী আপনাদের পাশে রয়েছেন। এর ধারাবাহিকতায় আমরাও সবসময় আপনাদের পাশে থাকবো। বিজ্ঞপ্তি
ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের মেয়রের উপহার
সিআইইউ’র ডিজিটাল ওপেন ডে ৭ জুন
করোনা ভাইরাসে থমকে গেছে গোটা দেশ। চার দেয়ালের বাসার ভেতর দুশচিন্তায় মগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা। ধুলো পড়েছে পাঠ্যবইয়ে। সবারই এক প্রশ্ন- পড়ালেখার গতি কীভাবে চলবে? উচ্চশিক্ষা নিয়ে এমন চিন্তা যখন মনে তাড়া করে বেড়াচ্ছে, ঠিক তখনই তারুণ্যের হুদয়ে ক্যাম্পাস লাইফের দোলা দিতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হচ্ছে ‘ডিজিটাল ওপেন ডে’।
২০২০ সালের সামার সেমিস্টারে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আগামী ৭ জুন থেকে ১১ জুন পর্যন্ত অনলাইনে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই ‘ডিজিটাল ওপেন ডে’।
তবে শুধু কী ভর্তি? ডিজিটাল ওপেন ডে’র আওতায় শিক্ষার্থীরা পাচ্ছেন স্পট অ্যাডমিশন, সেমিস্টার ফি ওয়েবার, স্কলারশীপ, ক্যারিয়ার আড্ডা, বিদেশের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা কার্যক্রমের নানান তথ্যসহ অনেক সুবিধা।
কর্তৃপক্ষ জানান, সিআইইউর ডিজিটাল ওপেন ডে নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে দারুণ মাতামাতি। বিস্তারিত তথ্যের জন্য শিক্ষার্থীদের ০১৯৪৬-৯৭৩৭৭৮ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে তথ্য। ঠিকানাটি হল:www.ciu.edu.bd । এছাড়া সিআইইউর ফেসবুক পেইজ:
facebook.com/chittagongindependentuniversity তে ঢুকেও পাওয়া যাবে ভর্তির নানান তথ্য।
তবে ওয়েব সাইট, ফেসবুক ছাড়াও ইন্সট্রগ্রাম, ভাইবার, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইনসহ জিজিটাল দুনিয়ার সবখানেই চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সামার সেমিস্টারের ভর্তির তথ্য মিলবে এখন সহজে।
বর্তমানে সিআইইউতে বিজনেস স্কুল, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ও স্কুল অব ল প্রোগ্রামের অধীনে রয়েছে একাধিক সাবজেক্ট। রয়েছে শিক্ষার্থীদের ক্লাব কার্যক্রম।
সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসির) নিয়ম মেনেই আমরা শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি।
করোনা ভাইরাসের মধ্যে ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবন যেন পিছিয়ে না যায়, সে দিকে লক্ষ্য রেখে অনলাইনে ডিজিটাল ওপেন ডে’র মত এমন ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। বিজ্ঞপ্তি
পবিত্র কোরআন শরীফ বিতরণ করলো আল মানহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, কোরআন তেলাওয়াতে ফজিলত বেশি। রহমত বর্ষণের পবিত্র এই রমজান মাসে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দেওয়া উত্তম কাজ। কোরআনের মধ্যে আছে রহমত ও বরকতের অফুরন্ত সম্ভার। যা দ্বারা মানুষের কল্যাণ ও সৌভাগ্য বৃদ্ধি হয়। আল্লাহ পবিত্র কোরআন অবতীর্ণ করেছেন যেন তা নিয়ে গবেষণা করে বাস্তবে আমল করা হয়। এই কোরআন বিজ্ঞানেরও এক রহস্যময় ভা-ার। একজন মানুষের জীবনকে সঠিক পথে পরিচালিত করার জন্য এই কিতাব সর্বোত্তম বিধান দান করে।
বেসরকারি সেবা সংস্থা আল মানাহিল ফাউন্ডেশনের উদ্যোগে আজ ১৫ মে নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে ৫ হাজার মুসল্লিদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণকালে মেয়র এসব কথা বলেন।
এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, মশিউর রহমান, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মোহাম্মদ নাছির মিয়া, সাংবাদিক মোহাম্মদ ফারুক, ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম, আল মানহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ’র চেয়াম্যান হেলাল উদ্দিন জমির উদ্দিন, প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ উদ্দিন, পরিচালক শিহাব উদ্দিন, প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
স্যার আশুতোষ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শহীদুল্লাহ আর নেই
প্রফেসর মুহাম্মদ শহীদুল্লাহ আজ ১৫ মে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তিনি বিসিএস শিক্ষায় ক্যাডার হয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন। শিক্ষকতা জীবনে তিনি প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর হিসেবে চট্টগ্রাম সরকারি কলেজ এবং চট্টগ্রাম সরকারি মহসিন কলেজে শিক্ষকতা করেন। সর্বশেষ তিনি কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজে অধ্যক্ষ থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন। তিনি মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের ভগ্নিপতি। বিজ্ঞপ্তি
চট্টগ্রাম করোনা আক্রান্তের বিপজ্জনক অঞ্চলে পরিণত হয়েছে : শাহাদাত
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামে একদিনে সর্বোচ্চ ৯৪ জন আক্রান্তের মধ্যে দিয়ে মোটা আক্রান্তের পরিমাণ ৫০০ ছাড়িয়ে গেল। ঘরে ঘরে ত্রাণ না পৌঁছানোর কারণে ক্ষুধার তাড়নায় হতদরিদ্র মানুষরা ঘর থেকে জীবিকার সন্ধানে বের হওয়ার কারণে এই সংক্রমণ দ্রুত বৃদ্ধি পেয়েছে। তাছাড়া স্বাস্থ্য বিধি না মেনে গার্মেন্টস ফ্যাক্টরি খুলে দেয়া, মার্কেট খুলে দেয়াসহ বিবিধ কারণে এই সংক্রমণ দ্রুত বৃদ্ধি পেয়েছে। সুতরাং এই মুহূর্তে গণসচেতনতা বৃদ্ধিসহ সামাজিক দূরত্ব বজায় রাখা, মাক্স পরিধান করা, ঘন ঘন হাত ধোয়াসহ সমস্ত স্বাস্থ্যবিধি মানার উপর জোর দিতে হবে।
তিনি শুক্রবার (১৫ মে) বাদে জুমা ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরও বলেন, দিন দিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে হাজারের অধিক গড়িয়েছে। তাই ঘর থেকে বের না হয়ে নিজেকে এবং পরিবারকে নিরাপদ রাখতে অন্য কোন বিকল্প নেই।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, মহানগর বিএনপিরর সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শফিকুল আহমেদ, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেন, ১৫ নম্বর বাকমনিরাম ওয়ার্ডের সভাপতি রাসেল পারভেজ সুজন, সাধারণ সম্পাদক এস এম আবু ফায়েজ, বিএনপি নেতা মোহাম্মদ সেকান্দর, যুবদল নেতা আব্দুস সাত্তার, বিএনপি নেতা শফিকুল ইসলাম, মামুন, যুবদল নেতা জাবেদ প্রমুখ নেতৃবৃন্দ।
এছাড়াও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন এর পক্ষ থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনামূলক মূলক লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে। বিজ্ঞপ্তি
করোনায় জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে জেলা তথ্য অফিস
তথ্য অফিসের নিজস্ব প্রচারণা মাইক্রোবাস থেকে মাইকযোগে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে। এ সময় লকডাউন অবস্থায় সরকারি নির্দেশ মোতাবেক সবাইকে বাড়িতে অবস্থান করারও নির্দেশনা দেয়া হচ্ছে।
তথ্য অফিস জানিয়েছে, কোভিড-১৯ এর প্রাদুর্ভাব রোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের অন্যান্য তথ্য অফিসের মত চট্টগ্রাম জেলা তথ্য অফিসও মহানগরীসহ জেলার সকল উপজেলার প্রতিটি ই্উনিয়নে ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছে। এর আগে এপ্রিলের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে মহানগরী ও উপজেলাসমূহে এ প্রচার কার্যক্রম বাস্তবায়িত হয়।
প্রচার বার্তায় করোনা ভাইরাসে আক্রান্ত অথবা মৃত ব্যক্তির প্রতি সহানুভূতিশীল এবং মানবিক আচরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে। ইউনিসেফ বাংলাদেশ’র সহযোগিতায় জনস্বার্থে এ প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. সাঈদ হাসান। বিজ্ঞপ্তি
কাপড়ের দোকানে সামাজিক দূরত্ব না মানায় ১০ মামলা
নিজস্ব প্রতিবেদক :
করোনার প্রভাব ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চি ও বাজার মনিটরিং করতে ভ্রাম্যমাণ আদালতের অভিয়ান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। শুক্রবার (১৫ মে) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগরীর পাহাড়তলী, আকবরশাহ, বন্দও, ইপিজেড ও পতেঙ্গা এলাকায় অভিযান চালানো হয়। এসময় কাপড়ের দোকান সামাজিক দূরত্ব না থাকায় জরিমানা আদায়সহ বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ১০টি মামলা দেওয়া হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী সুপ্রভাতকে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তার ঠেকাতে ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রন রাখতে অভিযান চালানো হয়েছে। এসময় বিভিন্ন কাপড়ের দোকানগুলোতেও অভিযানচালানো হয়। নগরীর কর্নেলহাট এলাকার কাপড়ের দোকান গুলোতে স্বাস্থ্য বিধি না মানা ও সামাজিক দূরত্ব না থাকায় ৩ হাজার টাকা জরিমানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তি থেকে ১০টি মামালায় ১০ হাজার ৯শ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পটিয়ায় দুই গরু চোর আটক
নিজস্ব প্রতিনিধি,পটিয়া :
উপজেলার ধলঘাট ইউনিয়নের উত্তর সমুরা এলাকা থেকে গরম্ন চুরির সময় হাতেনাতে দুই পেশাদার চোরকে জনতা আটক করেছে। তারা হলেন বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা এলাকার লেদু ড্রাইভারের পুত্র মো. লিটন (৩০) ও একই উপজেলার পূর্ব গোমদন্ডী এলাকার মৃত সামশুল আলম এর পুত্র সৈয়দ আলম (৫০)। শুক্রবার সকাল ৯টায় উত্তর সমুরা গ্রামের দক্ষিণ বিল পাড় এলাকা থেকে দুই গরম্ন চোরকে আটক করেন। পরে তাদের পুলিশের হাতে সোর্পদ করা হয়।
পুলিশ জানান, উপজেলার উত্তর সমুরা এলাকার অর্চনা তালুকদার নামের এক মহিলা শুক্রবার সকালে ৮টার দিকে তার বাড়ির পার্শ্বে জমিতে তার একটি গরু ঘাস খেতে দেয়। এসময় ওই দুই চোর গরুটি নিয়ে পালাতে চেষ্টা করে। তা দেখে ওই মহিলা চিকিৎকার করতে থাকলে এলাকাবাসী দুই চোরকে আটক করে। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের হাতে দুই চোরকে তুলে দেয়।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, দুই গরুচোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
মহালছড়িতে ধর্ষণের অভিযোগে এক যুবক আটক
নিজস্ব প্রতিনিধি, মহালছড়ি
খাগড়াছড়ির মহালছড়িতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্তের নাম মো. সুমন (১৮) মাইসছড়ি ইউনিয়নের জয়সেন পাড়া গ্রামের মো. নুরনবীর পুত্র। এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে ১৪ মে মহালছড়ি থানায় অভিযুক্ত ব্যক্তিসহ ২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ভিকটিমের মায়ের মামলা দায়েরের পর পুলিশ ১৪ মে রাত সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামি মো. সুমনকে তার বাড়ি থেকে আটক করে।
বাদির মামলার এজাহারে উলেস্নখ করা হয়, ভিকটিমের মা গত ৪ মে কাজে বাড়ির বাইরে গেলে ২ নম্বর আসামি শাহীনূর আক্তার রান্নার কাজে সহযোগিতার কথা বলে পঞ্চম শ্রেণি ছাত্রীকে বাড়িতে একা পেয়ে কৌশলে তাদের বাড়িতে ডেকে নিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যায়। তখন অভিযুক্ত সুমন এসে বাড়িতে ঢুকে ভিকটিমকে ধর্ষণ করে চলে যায়।
এরপর ভিকটিম সেখান থেকে আসার পথে প্রতিবেশী দুজনের সাথে দেখা হলে ঘটনাটি খুলে বলে।
ঘটনার বিষয়ে ভিকটিমের মা তাৎক্ষণিক জানতে না পারলেও গত ১০ মে আসামির পরিবারের সাথে প্রতিবেশী সেই দুই মেয়ের সাথে কথা কাটাকাটি হলে ঘটনাটি প্রকাশ পায়। ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর স্থানীয়রা সমাধানের জন্য চাপ প্রয়োগ করে সময় অতিবাহিত করেন। পরে ঘটনাটি বিভিন্ন কৌশলে ধামাচাপার চেষ্টা করলে ভিকটিম এর মা বাদি হয়ে ১৪ মে মহালছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের করেন।
ঘটনার বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভিকটিমের মা বাদি হয়ে অভিযুক্ত ও ধর্ষণের সহযোগীসহ ২ জনের বিরুদ্ধে মামলা করার পর অভিযুক্ত সুমনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
নগরের বিভিন্ন এলাকায় ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযান
নিজস্ব প্রতিবেদক :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয় নগরীর বিভিন্ন এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেছেন। শুক্রবার সকাল থেকে নগরীর মির্জারপুল বাজার, আতুরার ডিপো, কর্নফুলী কমপ্লেক্স ও রিয়াজ উদ্দিন বাজার এলাকায় তদারকি অভিযান চালানো হয়।
ভোক্তা অধিকারের অভিযানে ব্যবসায়ীদেরকে অনৈতিক মুনাফা না করতে এবং দোকানের প্রকাশ্য স্থানে মূল্য তালিকা প্রদর্শন করে পণ্য বিক্রয় করতে অনুরোধ করা হয় এবং পাইকারি বিক্রেতাদেরকে পণ্য বিক্রয়কালে অবশ্যই বিক্রয় রশিদ প্রদান করতে হবে মর্মে সতর্ক করা হয়। ওষুধের দোকানসমূহ তদারকি করে তাদের বেশি দামে ওষুধ বিক্রয় না করতে সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ, চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বাজার গুলো তদারকি করেন। কর্মকর্তারা জানিয়েছেন, কোন বিক্রেতা যদি অধিক মূল্যে পণ্য বা ওষুধ বিক্রয় করে তাহলে ভোক্তাসাধারণকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬১২১ এ অভিযোগ জানাতে অনুরোধ করা হয়।