Blog Page 2745

চীনের উহানের বাসিন্দার স্বাস্থ্য পরীক্ষার ঘোষণা

ল্যাবে চলছে করোনা পরীক্সা

সুপ্রভাত ডেস্ক :

নতুন করে আবারও করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ায় চীনের উহানের ১ কোটি ৪০ লাখ বাসিন্দার স্বাস্থ্য পরীক্ষার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, মঙ্গলবার উহানের কোভিড-১৯ মহামারি প্রতিরোধ সদর দপ্তর থেকে প্রত্যেক জেলা কর্তৃপক্ষকে আগামী ১০ দিনের মধ্যে সব বাসিন্দার নিউক্লিক অ্যাসিড টেস্ট (ন্যাট) কীভাবে সম্পন্ন হবে সে ব্যাপারে একটি পরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, উহানের স্থায়ী ও অস্থায়ী সব বাসিন্দাদেরই পরীক্ষা কার্যক্রমে অন্তর্ভূক্ত করা হবে। বিশেষত আবাসিক এলাকা ও ঘনবসতিপূর্ণ অঞ্চলের দিকে লক্ষ্য রাখা হবে।

গত ৩ এপ্রিলের পর উহানে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। টানা ৩৭ দিন পর গত সপ্তাহে নতুন ছয় করোনা আক্রান্ত শনাক্তের পর এমন সিদ্ধান্ত নিয়েছে উহান কর্তৃপক্ষ।

নতুন আক্রান্তদের মধ্যে প্রথম যাকে শনাক্ত করা হয়েছে তিনি সানমিন নামের এক আবাসিক এলাকার বাসিন্দা। তার বয়স ৮৯ বছর। জানা গেছে, মার্চের শুরুতেই তার দেহে করোনাভাইরাসের হালকা উপসর্গ দেখা যায়। কিন্তু, গত শনিবার তার করোনা শনাক্ত হয়। তাকে শনাক্ত করার পর ওই আবাসিক এলাকা ও তার আশেপাশের অঞ্চলের ৫ হাজার মানুষকে পরীক্ষা করে আরও ৫ জনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে উহান কর্তৃপক্ষ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চীনা অধ্যাপক ও মহামারি বিশেষজ্ঞ জানান, নতুন পর্যায়ে সংক্রমণ এড়াতে গণহারে পরীক্ষা করা জরুরি। তিনি বলেন, ‘উহানের নতুন রোগীদের পর্যবেক্ষণ করে বোঝা গেছে যে, হালকা উপসর্গ বা উপসর্গহীন বাহকই দ্বিতীয় দফা সংক্রমণের ক্ষেত্রে মূল ঝুঁকি।’

গত ২৯ এপ্রিল পর্যন্ত উহানের প্রায় ১০ লাখ মানুষের নিউক্লিক পরীক্ষা করা হয়েছে বলে জানায় উহানের নগর স্বাস্থ্য কমিশন।

গত ডিসেম্বর মাসে চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশের উহান শহরেই প্রথম নতুন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়। এখন পর্যন্ত এ শহরে ৫০ হাজার ৩৩৯ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ হাজার ৮৬৯ জন। গত ২৩ জানুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত শহরটি লকডাউনে ছিল। উহানের অধিকাংশ বাসিন্দাই সেসময় নির্দেশনা মেনে বাড়িতে ছিলেন।

 

৫ লাখ টাকা পর্যন্ত রেমিটেন্সে প্রণোদনা : লাগবে না কাগজপত্র

সুপ্রভাত ডেস্ক :

প্রতিবার ৫ হাজার ডলার অথবা ৫ লাখ টাকা পর্যন্ত রেমিটেন্সের ক্ষেত্রে কাগজপত্র ছাড়াই প্রণোদনার অর্থ প্রাপককে দিতে পারবে সংশ্লিষ্ট ব্যাংক।

এক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়ার যে সময়সীমা ছিল তা শিথিল করা হয়েছে।

আজ মঙ্গলবার এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক এ নির্দেশনা দেয়। আগের নিয়ম অনুযায়ী দেড় হাজার মার্কিন ডলার অথবা ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত রেমিটেন্সের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কাগজপত্র ব্যাংকে জমা দেয়ার বাধ্যবাধকতা ছিল।

তবে সংশোধিত নীতিমালায় কাগজপত্র জমা দেয়ার সময় বাড়িয়ে ২ মাস করা হয়েছে।

এই সুযোগ আগামী ১ জুলাই থেকে কার্যকর হয়ে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।

বৈধ পথে প্রবাসী আয় বৃদ্ধির জন্য এই অর্থবছর (২০১৯-২০) থেকে রেমিটেন্সের জন্য ২ শতাংশ হারে প্রণোদনা ঘোষণা করে সরকার। গেল জুলাই থেকে যা কার্যকর হয়।

 

করোনা : স্বাস্থ্যবিধি প্রণয়ন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়

সুপ্রভাত ডেস্ক :

দেশব্যাপী করোনা ভাইরাসের ব্যাপক বিস্তার রোধে অধিকতর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে সব মন্ত্রণালয় ও অধীনস্ত দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করতে ১৩ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে সোমবার মন্ত্রিপরিষদ সচিবকে এসব স্বাস্থ্যবিধি বাস্তবায়নের প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা গুলো হলে:
১. প্রয়োজনীয় সংখ্যক জীবাণুমুক্তকরণ টানেল স্থাপনের ব্যবস্থা গ্রহণের জন্য গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া যেতে পারে।

২. অফিস চালু করার আগে অবশ্যই প্রতিটি কক্ষ,আঙিনা ও রাস্তাঘাট জীবাণুমুক্ত করতে হবে।

৩.প্রত্যেক মন্ত্রণালয় ও বিভাগের প্রবেশপথে থার্মাল স্ক্যানার অথবা থার্মোমিটার দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের শরীরে তাপমাত্রা পরীক্ষা করে অফিসে প্রবেশ করাতে হবে।

৪. অফিসের পরিবহনগুলো অবশ্যই শতভাগ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। যানবাহনে বসার সময় পারস্পরিক ন্যূনতম তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং সবাইকে মাস্ক (সার্জিক্যাল মাঙ্ক অথবা তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক, যা নাক ও মুখ ভালোভাবে ঢেকে রাখবে) ব্যবহার করতে হবে।

৫. সার্জিক্যাল মাস্ক শুধু একবার (ওয়ান টাইম) হিসেবে ব্যবহার করা যাবে। কাপড়ের মাস্ক সাবান দিয়ে পরিষ্কার করে পুনরায় ব্যবহার করা যাবে।

৬. যাত্রার আগে এবং যাত্রাকালীন পথে বার বার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে।

৭. খাওয়ার সময় শারীরিক দূরত্ব (নূন্যতম তিন ফুট) বজায় রাখতে হবে।

৮. প্রতিবার টয়লেট ব্যবহারের পরে সাবান দিয়ে জীবাণুমুক্ত নিশ্চিত করতে হবে।

৯. অফিসগুলোতে কাজ করার সময় শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

১০. কর্মস্থলে সবাইকে অবশ্যই মাস্ক পরিধান করে থাকতে হবে এবং সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে ঘন ঘন হাত পরিষ্কার করতে হবে।

১১. কর্মকর্তা-কর্মচারীদের করোনা প্রতিরোধে বিভিন্ন সাধারণ নির্দেশনাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি নিয়মিত মনে করিয়ে দিতে হবে এবং তারা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছেন কি-না, তা মনিটরিং করতে হবে। ডিজিলেন্স টিমের মাধ্যমে মনিটরিং কার্যক্রম পরিচালনা করতে হবে।

১২. দৃশ্যমান একাধিক স্থানে ছবিসহ স্বাস্থ্য সুরক্ষা নির্দেশনা ঝুলিয়ে রাখতে হবে।

১৩. কোনো কর্মচারীকে অসুস্থ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তাকে আইসোলেশন অতবা কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করতে হবে।

ফটিকছড়িতে কাঁঠালের বাম্পার ফলন, ক্ষতির মুখে ব্যবসায়ীরা 

মো. আবু মনসুর, ফটিকছড়ি :

ফটিকছড়িতে কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। অন্য বছরের তুলনায় এবার ফলন বেশি হওয়ায় খুশি কাঁঠাল চাষিরা। বৈশাখের শুরু থেকে বাজারে আসতে শুরু করেছে মৌসুমী ফল কাঁঠাল।
জানা যায়, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের টিলাভূমির  ১ হাজার  ৩শ হেক্টর জায়গায় স্থানীয় কৃষকরা কাঁঠাল চাষ করছে।
উপজেলার হেয়াকোঁ বাজারেই এসময় প্রতিদিন লক্ষ টাকার কাঁঠাল বেচাকেনা হতো। ট্রাকে করে কাঁঠাল নিয়ে যাওয়া হতো দেশের বিভিন্ন পাইকার বাজারগুলোতে। হেয়াকোঁ বাজার ঘিরে প্রত্যেক বছর জমে উঠে কাঁঠালের রমরমা বাণিজ্য।

এলাকার বিভিন্ন পেশার সাথে জড়িত অনেকেই এ মৌসুমে কাঁঠাল ব্যবসা করে কিছু বাড়তি টাকা আয় করে সংসারে সচ্ছলতা ফিরিয়ে আনতো ।
তবে, পুরো দেশ লকডাউনে থাকায়  যানবাহন বন্ধ, হাটবাজার সীমিত  হওয়ায় এবার লাভের চেয়ে ক্ষতির ভার কাঁধে নিতে হবে চাষি ও ব্যবসায়ীদের।
সরেজমিনে ঘুরে দেখা যায় উপজেলার বাগানবাজার, দাঁতমারার, ভূজুপুর, সুয়াবিল, শান্তির হাট, নারায়ণ হাট, কাজির হাট, কাঞ্চন নগর, খিরাম, হারুয়ালছড়িতে এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে।
হেয়াঁকো বাজারে বাজারের দিন পার্শ্ববর্তী উপজেলা রামগড় ও মানিকছড়িসহ বিভিন্ন এলাকা থেকে কৃষকরা কাঁঠাল এনে বিক্রি করছে।
স্থানীয়ভাবে উৎপাদিত এই কাঁঠাল এলাকার চাহিদা পুরণ করে দেশের বিভিন্নস্থানে যায়। এখানকার কাঁঠাল সুস্বাদু হওয়ায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় যথেষ্ট চাহিদা রয়েছে।
হেয়াকোঁ বাংলাপাড়া গ্রামের বাসিন্দা মো.নাসির  ও বেলাল হোসেন সর্দার বলেন বাগানে কাঁঠাল আকার ভেদে প্রতিটি ৬০ থেকে ২‘শ টাকা পর্যন্ত বিক্রি হয়। এবার প্রায় ১ লক্ষ টাকার কাঁঠাল বিক্রি করার আশা করছেন তিনি।
স্থানীয় কাঁঠাল ব্যবসায়ীরা বলেন, হেয়াকোঁ বাজার থেকে কাঁঠাল কিনে তারা পার্শ্ববর্তী ফেনী, নোয়াখালী,কুমিল্লাসহ বিভিন্নসস্থানে বিক্রি করে প্রতি মৌসুমে প্রায় দুই থেকে চার লক্ষ টাকা আয় করেন তারা।
হেয়াকোঁ বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদিন বলেন মৌসুমী ফল কাঁঠালের সময়কে ঘিরে হেয়াঁকো বাজারে প্রতিদিন হাট বসে। যার ফলে স্থানীয় ব্যাবসায়ীরা ভাল ব্যবসা করতে পারে। কিন্তু লকডাউন হওয়ায় আগের মতো ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না।
ফটিকছড়ি উপজেলার কৃষি কর্মকর্তা লিটন দেব নাথ বলেন, এবার উপজেলার প্রায় ১ হাজার ৩শ হেক্টর জায়গায় কাঁঠাল হয়েছে।এখানকার কাঁঠাল সুস্বাদু হওয়ায় দেশের সর্বত্র এর কদর বেশি।

সাতকানিয়ায় দীর্ঘ হচ্ছে করোনা আক্রান্তের তালিকা

নিজস্ব প্রতিনিধি, সাতকানিয়া :

সাতকানিয়ায় প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফলে দিনে দিনে দীর্ঘ হচ্ছে করোনায় আক্রান্ত রোগীর তালিকা। নমুনা পরীক্ষা করলেই বাদ পড়ছেন না কেউ।

এমনকি কোন ধরনের লড়্গণবিহীন ব্যক্তির নমুনা পরীক্ষায়ও আসছে করোনা পজেটিভ। কমিউনিটি ট্রান্সমশিন এমন পর্যায়ে পৌঁছেছে এখন সাতকানিয়া আর করোনার ‘হটস্পট’ বললে হয়ত ভুল হবে। সাতকানিয়া বর্তমানে কোভিড-১৯ এর ‘সুপার হটস্পট’ এ এসে দাঁড়িয়েছে।

গত সোমবার ফৌজদারহাট বিআইটিআইডি’তে করোনার নমুনা পরীক্ষায় সাতকানিয়ার ৩ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে  ১জন মহিলা স্বাস্থ্যকর্মী ও অপর ২ জন পূর্বের আক্রান্ত এক স্বাস্থ্যকর্মীর ছেলে। আক্রান্তরা বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।

জানা যায়, এ নিয়ে সাতকানিয়া ৩০ জন করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সিরাজুল ইসলাম (৭৫) নামে বৃদ্ধ ব্যবসায়ী মারা যান।  নতুন আক্রান্ত ৩ জনের কাছ থেকে বিগত ৭ মে নমুনা সংগ্রহ করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের একটি চিকিৎসক  টিম।

১১ মে  (সোমবার) রাতে  ফৌজদারহাট বিআইটিআইডি’তে নমুনার পরীক্ষায় ৩ জনের পজেটিভ আসে। এর মধ্যে রয়েছে ৩০ বছর বয়সী সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মহিলা স্বাস্থ্যকর্মী। অপরদিকে আক্রান্ত ২৫ ও ২৩ বছর বয়সের দুই যুবক হলেন, আপন সহোদর। তারা পূর্বে আক্রান্ত অপর এক স্বাস্থ্যকর্মীর ছেলে। সাতকানিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের হাজী রহমত আলী বাড়ি এলাকার বাসিন্দা।

এ ব্যাপারে সাতকানিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দীন দুলাল বলেন, গত  সোমবার যে দুই যুবক করোনায় আক্রান্ত হয়েছিল এদের বাবা এর আগে করোনায় আক্রান্ত হলেও নিয়ম মেনে তারা চলেনি। ট্রান্সমিশনের ফলে ২ ছেলেও আক্রান্ত হয়েছে।

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল মজিদ ওসমানী বলেন, করোনায় আক্রান্ত ৩ জনই হোম আইসোলেশনে রয়েছে। গত সোমবার রাতে বিআইটিআইডি’তে নমুনা পরীক্ষায় তাদের পজেটিভ আসে। এ নিয়ে সাতকানিযায় ৩০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে এক বৃদ্ধ ব্যবসায়ী মারা যান।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, আক্রান্ত ২ যুবকের ঘর আগে থেকেই লকডাউন করে দেয়া হয়েছিল। এর আগে তাদের বাবাও আক্রান্ত হন।

 

 

বান্দরবান হাসপাতালের কোয়ারেন্টিন থেকে পালিয়েছে যুবক

সংবাদদাতা, বান্দরবান

বান্দরবান সদর হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে পালিয়ে গেছে এক যুবক। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পলাতক ওই যুবকের নাম আবসার(৩১)। এঘটনায় জড়িত থাকার অপরাধে একজনকে সাজা দিয়ে হাজতে প্রেরণ করেছে ভ্রাম্যমান আদালত।

জানা গেছে সোমবার বিকালে  চট্টগ্রামের চকবাজার এলাকা থেকে আগত আবসার (৩১) নামে এক যুবককে বান্দরবান সদর হাসপাতালে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়।

এসময় তার অভিভাবক হিসেবে  বান্দরবানের এক স্থানীয় বাসিন্দা মাহমুদুর রহমান মাহিনের নাম ও মোবাইল নাম্বার রেজিস্টারে লিপিবদ্ধ করে। পরে রাত সাড়ে আটটার দিকে হাসপাতালের স্টাফরা খবর নিতে গিয়ে দেখে কোয়ারেন্টিনের ওই যুবক রুমে নেই। এসময় গার্জিয়ান মাহিনকে ফোন দেয় হাসপাতাল কর্তপক্ষকে জানায়, সে কিছু জানে না বরং সে ওই যুবকের জন্য কাপড় চোপড় নিয়ে হাসপাতালে আসছে। পরে সেও এসে দেখে ওই যুবক হাসপাতাল থেকে পালিয়েছে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ প্রশাসনকে খবর দিলে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করা হয়। এতে তদন্তে ওই যুবককে পালিয়ে যেতে মাহিনের সংশিস্নষ্টতা খুঁজে পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কোয়ারেন্টিন থেকে ওই যুবককে পালিয়ে যেতে সাহায্য করার অপরাধে মাহিনকে ৩ মাসের জেল ও নগদ ২০ হাজার টাকা অর্থদ- প্রদান করে  কারাগারে প্রেরণ করা হয়।

বান্দরবান হাসপাতালের করোনা আইসোলেশন বিভাগের প্রধান ডা.প্রত্যুষ পল বলেন, হাসপাতালের কোয়ারেন্টিন থেকে এক যুবক পালিয়ে গেছে। বিকালে তাকে আনা হয় রাতেই সে পালিয়ে যায়।

বাঁশখালীতে আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্স থামিয়ে হত্যা

আধিপত্য বিস্তার ও জায়গা জমির বিরোধ,পুলিশ পরিদর্শকের দায়িত্বে অবহেলার অভিযোগ

সংবাদদাতা, বাঁশখালী

আধিপত্য বিস্তার ও জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় আহত ব্যক্তির অ্যাম্বুলেন্স থামিয়ে পুনরায় ছুরিকাঘাত করে জহিরুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে খুন করা হয়েছে। ছুরিকাঘাতে আহত হয়েছে রবিউল ইসলাম হিরন (২২) ও জামাল উদ্দিন (৫৫) নামের আরও দুজন।

গতকাল মঙ্গলবার সকাল ৯টায় চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের দড়্গিণ সাধনপুর এলাকার প্রধান সড়কের ওপর। নিহত জহিরুল ইসলাম এলাকার মৃত আলী মিয়ার পুত্র। তিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার।

সরেজমিন ঘুরে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে জায়গা জমির বিরোধের ঘটনায় সুলতান আহমদের পুত্র মাহমুদুল ইসলাম নামের এক ব্যক্তি প্রতিপক্ষর হামলায় ছুরিকাহত হন। তিনি ওই ঘটনায় বিচার চেয়ে রামদাশ মুন্সির হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মামুন হাসানের কাছে এজাহার দায়ের করেন। পুলিশ পরিদর্শক মামুন হাসান এজাহারটি নথিভুক্ত না করে মাহমুদুল হাসানকে ঘুরাতে থাকেন। এই সুযোগে ওই দায়ের না হওয়া এজাহারের আসামি নেজাম উদ্দিন, মনির আহমদ, মো. জহির, সিরাজুল ইসলামসহ আরও কয়েকজন মিলে গত সোমবার (১১ মে) রাতে মাহমুদুল ইসলামকে পুনরায় হামলা করে ঘরবাড়ি ভেঙ্গে দেয়। মাহমুদুল ইসলামের ঘরবাড়ি কেন ভাঙ্গা হয়েছে?

ওই ঘটনায় প্রতিবাদ করে তার মামা জহিরুল ইসলাম। কেন প্রতিবাদ করেছে এই নিয়ে প্রভাব বিসত্মার করতে স্থানীয় নেজাম উদ্দিন, মনির আহমদ, মো. জহির, সিরাজুল ইসলামসহ আরও কয়েকজন ওই ঘটনার রেশ ধরে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় অতর্কিত ছুরিকাঘাত করে জহিরুল ইসলামকে। আহত জহিরুলকে প্রতিবেশিরা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায়। ওইখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। অ্যাম্বুলেন্স করে চমেক হাসপাতালে নিয়ে যাবার সময় দড়্গিণ সাধনপুরে প্রধান সড়কের ওপর পৌঁছলে সন্ত্রাসীরা আবারো সশস্ত্র হামলা চালায়।

সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে জহিরুল ইসলামের মৃত্যু নিশ্চিত করে। ওই ঘটনায় বাধা দিতে গিয়ে আহত হয়েছেন রবিউল ইসলাম হিরন(২২) ও জামাল উদ্দিন(৫৫) নামের আরও দুইজন।

এলাকাবাসীর অভিযোগ, রামদাশ মুন্সির হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মামুন হাসানের দায়িত্ব অবহেলার কারণে এই হত্যাকা-টি ঘটেছে। তার বিরুদ্ধে বহু মানুষের অভিযোগ থাকলে তাকে দীর্ঘদিন ধরে বদলি করা হচ্ছে না বলে অসংখ্য অভিযোগ করেছেন।

রামদাশ মুন্সির হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মামুন হাসান বলেন, ‘হত্যার ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পূর্বের বিরাধের সাথে বর্তমানের হত্যাকা- সম্পৃক্ততা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। আমার বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ সঠিক নয়।’

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রেজাউল করিম মজুমদার বলেন, ‘লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হবে। খুনিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। দোষী কাউকে ছাড় দেয়া হবে না।’

 

কক্সবাজারে ১৭৬ টেস্টে ১৪ জন শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার :

কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে করোনা ভাইরাস পরীড়্গায়  আরও ১৪ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ৪ জন চকরিয়া, ১ জন টেকনাফ, ৪ জন পেকুয়া, ১ জন সাতকানিয়া এবং ৪ জন লোহাগাড়ার। মঙ্গলবার ১৭৬ স্যাম্পল টেস্টের মধ্যে তাদের রিপোর্ট পজিটিভ হয়।

কক্সবাজার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক রোগ বিশেষজ্ঞ) ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।  গতকাল পর্ কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১১ জন।

চকরিয়া উপজেলায় ৩৪ জন, কক্সবাজার সদর উপজেলায় ২৪ জন, পেকুয়া উপজেলায় ২০ জন, মহেশখালী উপজেলায় ১২ জন, উখিয়া উপজেলায় ৯ জন, টেকনাফ উপজেলায় ৭ জন, রামু উপজেলায় ৪ জন। কুতুবদিয়া উপজেলায় এখনো কোন করোনা রোগী শনাক্ত করা হয়নি। করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন।

চকরিয়ায় ধর্ষণের আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

 

নিজস্ব প্রতিনিধি, চকরিয়া

উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম সাজ্জাদ হোসেন (৩৮)। পুলিশের দাবি, নিহত সাজ্জাদ চম্পা খাতুনকে (১৯) হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আসামি।

তার বিরুদ্ধে ইতিপূর্বেও নারী নির্যাতন, সন্ত্রাসী কার্যকলাপ, চুরি, ইয়াবা কারবারসহ একাধিক মামলা রয়েছে।

নিহত সাজ্জাদ পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের শেখের কিলঘোনার এলাকার আবুল হোসেনের ছেলে। সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে চকরিয়া-পেকুয়া-বাঁশখালী আঞ্চলিক মহাসড়কের চকরিয়ার কোনাখালী মরংঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক  একেএম সফিকুল আলম চৌধুরী জানান, সোমবার দুপুরে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের শেখের কিলঘোনার এলাকা থেকে স্থানীয়রা চম্পা হত্যা মামলার সন্দেহভাজন প্রধান আসামি সাজ্জাদ হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।  সে ধর্ষণের কথা স্বীকার করে।

সোমবার দিবাগত রাতে পুলিশ তাকে নিয়ে সেই অস্ত্র উদ্ধার অভিযানে গেলে সাজ্জাদের সহযোগী পুলিশকে লড়্গ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ২০ মিনিট ধরে উভয়পক্ষ গুলিবিনিময়ের একপর্যায়ে পিছু হটে সাজ্জাদের অস্ত্রধারী সহযোগীরা।

পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সাজ্জাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দেশে তৈরি দুটি এলজি, বেশ কয়েক রাউন্ড তাজা গুলি ও ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়।এ সময় অস্ত্রধারীদের ছোড়া গুলিতে আহত হয়েছেন পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ আবুল ফারুক, দুই কনস্টেবল সুবল ও সুমনসহ তিন পুলিশ সদস্য। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, নিহত সাজ্জাদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা, অস্ত্র ও পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক তিনটি মামলা করা হয়েছে।

তরুণী চম্পা খাতুন গত ৬ মে বেবি টেক্সিতে চকরিয়ার দিকে যাওয়ার সময় কোনাখালীর মরংঘোনার একটি ব্রিজের কাছে তাকে দুই অটোচালক ধর্ষণ করে। এরপর চম্পাকে তারা পরিকল্পিতভাবে একটি অটোরিকশা থেকে ফেলে দিয়ে অপর অটোরিকশা দিয়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চম্পার মৃত্যু হয়।

লকডাউন শিথিল করার ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ ডব্লিউএইচও-এর

সুপ্রভাত ডেস্ক :

কোনও কোনও দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে আসার  বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ওইসব দেশে শিথিল করা হয়েছে লকডাউন। তবে ডব্লিউএইচও বলছে, পুনরায় সংক্রমণ ঠেকাতে লকডাউন শিথিলের আগে থেকেই চরম সতর্ক অবস্থান নেওয়ার কোনও বিকল্প নেই।

 কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার জেনেভায় অনলাইন সংবাদ সম্মেলনে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটির পক্ষ থেকে এসব কথা বলা হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা হ্রাস পাওয়ার প্রেক্ষাপটে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নেয় মহামারিতে বিপর্যস্ত হয়ে পড়া ফ্রান্স, স্পেন ও ইতালি। সোমবার থেকে লকডাউন শিথিলের পর ইউরোপের ওই দেশগুলোতে দীর্ঘদিন পর ছন্দ ফিরেছে। কয়েকদিন আগেই লকডাউন শিথিল করা হয় জার্মানিতে। কিন্তু এরপরই দেশটিতে সংক্রমণের হার বাড়তে শুরু করে। এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়াতেও লকডাউন শিথিলের পর সংক্রমণ বাড়তে শুরু করে। তবে দেশটি শুরু থেকেই করোনাভাইরাস নিয়ন্ত্রণে রেখে বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমারজেন্সি প্রোগ্রামের প্রধান ডা. মাইক রায়ান বলেন, ‘অনেক দেশ লকডাউন তুলে নেওয়ায় আমরা কিছু আশা দেখতে পাচ্ছি। তবে এর সঙ্গে সঙ্গে চরম সতর্কতাও মেনে চলতে হবে’।

জার্মানি ও দক্ষিণ কোরিয়ায় নতুন করে গুচ্ছ (ক্লাস্টার) সংক্রমণ শুরু হলেও দেশ দু’টি তা কঠোর নজরদারির মাধ্যমে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে বলে মনে করেন ডা. রায়ান। তিনি বলেন, ‘যেসব দেশ চোখ, কান খোলা রেখে মহামারির মোকাবিলা করছে তাদের নাম আমাদের নিতেই হবে’। তবে কোনও দেশের নাম উল্লেখ না করে তিনি এও বলেন যে, ‘বিপরীতে কিছু দেশ চোখ বন্ধ করে প্রলয় সামলানোর চেষ্টা করছে’।

একই সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান ডা. টেড্রোস আধানম গেব্রিয়াসিস বলেন, লকডাউনের বিধিনিষেধ তুলে নেওয়া জটিল ও কঠিন প্রক্রিয়া। তবে মানুষের জীবন ও জীবিকার তাগিদে ‘ধীরে ধীরে লকডাউন তুলে নিতে হবে’ বলে মনে করেন তিনি।

জার্মানি ও দক্ষিণ কোরিয়ার মতো চীনের উহানেও ফের গুচ্ছ সংক্রমণ দেখা গেছে। তবে আধানম মনে করেন, পুনরায় সংক্রমণ শুরু হলে কী ব্যবস্থা নেওয়া হবে তার পুরো প্রস্তুতি এই তিনটি দেশের আছে।

 

 

এ মুহূর্তের সংবাদ

শহীদ আবু সাঈদের মায়ের দোয়া নিয়ে এনসিপির জুলাই পদযাত্রা শুরু

ওয়াসার পরিকল্পনায় গলদ আছে

রোবোটিক্স শিক্ষা: সিআইইউ-বিডিওএসএন এর সমঝোতা

চট্টগ্রামে ৬ মাসে সাড়ে ৪৫ হাজার এনআইডি সংশোধন

আশুরায় রাতে মিছিল-সমাবেশ করা যাবে না

সর্বশেষ

শহীদ আবু সাঈদের মায়ের দোয়া নিয়ে এনসিপির জুলাই পদযাত্রা শুরু

ওয়াসার পরিকল্পনায় গলদ আছে

রোবোটিক্স শিক্ষা: সিআইইউ-বিডিওএসএন এর সমঝোতা

চট্টগ্রামে ৬ মাসে সাড়ে ৪৫ হাজার এনআইডি সংশোধন