২৪ দিন আগে স্থগিত হলো ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
লাতিন আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ মানেই অন্যরকম রোমাঞ্চের হাতছানি। চলতি মাসেই দুই দলের মহারন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ম্যাচের ২৪ দিন আগে স্থগিত হয়ে গেছে সবকিছু। কাতার বিশ্বকাপ বাছাইপর্বের অংশ হিসেবে আগামী ৩০ মার্চ ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার খেলতে নামার কথা ছিল। কিন্তু করোনার কারনে ভ্রমন নিষেধাজ্ঞা এবং কোয়ারেন্টাইন বিধিনিষেধের ফলে দক্ষিণ আমেরিকা অঞ্চলের মার্চ মাসের বিশ্বকাপ বাছাইয়ের সকল ম্যাচ স্থগিত করা হয়েছে। ফলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইও পিছিয়েছে।
লাতিন আমেরিকার ফুটবল কনফেডারেশন (কনমেবল) শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মার্চের ২৫-২৬ এবং ৩০ তারিখে কাতার বিশ্বকাপ বাছাইয়ের জন্য মহাদেশটির ১০টি দলের খেলার কথা ছিল।
দক্ষিণ আমেরিকার ফুটবলারদের বিশাল এক অংশ ইউরোপের ক্লাবগুলোতে খেলে থাকে। কোয়ারেন্টাইন বিধিনিষেধের কারণে বেশিরভাগ দলই খেলোয়াড়দের ছাড়তে চাইছে না।
এদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে এমন দেশগুলোকে ‘লাল তালিকাভুক্ত’ করেছে যুক্তরাজ্য সরকার। সেখানে দক্ষিণ আমেরিকার সব দেশেরই নাম আছে। ফলে খেলোয়াড়দের জন্যও নেই কোনো ছাড়।
সবকিছু বিবেচনা করেই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কনমেবল। ফলে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই দেখতে ভক্তদের অপেক্ষা আরো বাড়লো। খবর : ডেইলিবাংলাদেশ’র।