‘হ্যাকিং হয়েছে ঢাকার সার্ভারে’

সাইবার নিরাপত্তায় চসিকের সক্ষমতা বাড়াতে হবে: মেয়র

ইন্টারনেটনির্ভর সেবা খাতের নিরাপত্তা বাড়ানো এবং হ্যাকিং থেকে সতর্কতার ব্যাপারে পদক্ষেপ নিতে বলেছেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল সোমবার টাইগারপাসের চসিক সম্মেলন কক্ষে কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ব্যাপক বিনিয়োগ করে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করেছেন। বর্তমানে সরকারি সেবাসমূহকে ডিজিটালাইজ করায় মানুষ এখন সহজে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই সিটি করপোরেশনের সেবা নিতে পারছে। তবে বিশ^জুড়েই সক্রিয় হ্যাকাররা এ ধরনের সেবাগুলোকে নানাভাবে বাধাগ্রস্ত করছে। সম্প্রতি হ্যাকাররা আমাদের বাংলাদেশের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের সার্ভার হ্যাক করে চট্টগ্রামে জাল জন্মনিবন্ধন সনদ ইস্যু করার চেষ্টা করেছে। এ ধরনের সাইবার হুমকি মোকাবিলায় সিটি করপোরেশনের সাইবার নিরাপত্তার সক্ষমতা বাড়াতে হবে।

আমরা জন্মনিবন্ধনসহ সব ধরনের অনলাইন সেবাদানকারী কর্মীদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণের আয়োজন করছি এবং ওয়ার্ড কাউন্সিলরদেরকেও এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি।

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, হ্যাকিংয়ের ভুক্তভোগী চট্টগ্রাম সিটি করপোরেশনের হলেও মূলত হ্যাকিং হয়েছে ঢাকার সার্ভারে। এ বিষয়টি অবগত হওয়ার পরই আমরা থানায় সাধারণ ডায়েরি ও মামলা দায়ের করেছি। প্রয়োজনে এ ব্যাপারে মেয়র নির্দেশক্রমে কাউন্সিলরদের নিয়ে স্থানীয় পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে দ্রুত এ সমস্যার সমাধান হবে।

এতে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল, জহর লাল হাজারী, আবুল হাসনাত মো. বেলাল, লায়ন মো. ইলিয়াছ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, আইটি কর্মকর্তা মো. ইকবাল হাসান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, আফরোজা কালাম, মো. গিয়াস উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর গাজী মো. শফিউল আজিম, সাহেদ ইকবাল বাবু, মো. কাজী নুরুল আমিন, শফিকুল ইসলাম, মোবারক আলী, মোরশেদ আলম, জহুরুল আলম জসিম, ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু, মো. নুরুল আমিন, মো. ওয়াসিম উদ্দিন, নুর মোস্তফা টিনু, নুরুল আলম, শৈবাল দাশ সুমন, মো. সলিম উল্লাহ, মোহাম্মদ জাবেদ, নাজমুল হক ডিউক, শেখ জাফরুল হায়দার চৌধুরী, নজরুল ইসলাম বাহাদুর, গোলাম মোহাম্মদ জোবায়ের, আতাউল্লাহ চৌধুরী, আবদুস সালাম মাসুম, হাসান মুরাদ বিপ্লব, পুলক খাস্তগীর, হাজী নুরুল হক, মো. মোরশেদ আলী, মো. আবদুল মান্নান, গোলাম মোহাম্মদ চৌধুরী, জিয়াউল হক সুমন, ছালেহ আহমদ চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর জোবাইরা নার্গিস খান, জেসমিন পারভিন জেসী, তসলিমা বেগম নুরজাহান, আঞ্জুমান আরা, শাহিন আক্তার রোজী, রুমকি সেনগুপ্ত, নিলু নাগ, লুৎফুন নেছা দোভাষ বেবী, হুরে আরা বেগম, জাহেদা বেগম পপি, সচিব খালেদ মাহমুদ, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমাম হোসেন রানা। বিজ্ঞপ্তি