লোহাগাড়া উপজেলার সুখছড়ি প্রতিভা রাণী দাশ মেমোরিয়াল স্কলারশীপের উদ্যোগে বুয়েটের প্রাক্তন প্রফেসর ড. দীপক কান্তি দাশের পৃষ্ঠপোষকতায় মেধাবৃত্তি সনদ ও কৃতিত্ব স্মারক বিতরণ অনুষ্ঠান ১২ জুন সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী জিন্নাহের সভাপতিত্বে ও শিক্ষক মোবারক আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুখছড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি যুবলীগ নেতা আবদুল হান্নান মো. ফারুক। বিশেষ অতিথি ছিলেন প্রতিভা রাণী দাশ মেমোরিয়াল স্কলারশীপের আহবায়ক মৃণাল কান্তি দাশ মিলন, বিদ্যালয়ের দাতা সদস্য মো. সাঈদুল আলম সাঈদ, অভিভাবক সদস্য ডা. রিটন দাশ, মুজিবুর রহমান, এনামুল হক, আওয়ামী লীগ নেতা মোজাহেরুল হক, সমাজসেবক আবদুল হাই ছুট্টু, সিনিয়র শিক্ষক অনুপ দাশ, কার্তিক দাশ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য স্বপন চৌধুরী, সুখছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে সুখছড়ি উচ্চ বিদ্যালয়ের ৩ জন মেধাবী শিক্ষার্থীকে প্রতিভা রাণী দাশ মেধাবৃত্তি সনদ ও কৃতিত্ব স্মারক প্রদান করা হয়। এছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল হান্নান মো. ফারুককে প্রতিভা রাণী দাশ মেমোরিয়াল স্কলারশিপের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিজ্ঞপ্তি