সিনেমা বানাতে চান পলাশ

সুপ্রভাত ডেস্ক :
জিয়াউল হক পলাশ। ‘ট্যাটু’ নাটকে চাপাবাজির দৃশ্যে অভিনয় করেই দর্শকদের সামনে আসেন তিনি। তখন থেকেই তার ‘চাপাবাজি’র অভিনয়কে বেশ পছন্দ করতে শুরু করেন দর্শক। নোয়াখালী জেলার আঞ্চলিক ভাষায় চাপাবাজি দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পান এ তরুণ। কাজল আরেফিনের নির্মাণে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজে এখন নিয়মিত আঞ্চলিক ভাষায় ‘চাপাবাজি’ করছেন নোয়াখালী জেলার এই অভিনেতা।
তবে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিজ দিয়ে কাবিলা এবং ‘ফ্যামিলি ক্রাইসিস’ সিরিজ দিয়ে পারভেজ নামে পরিচিত এ অভিনেতা। নিজের আসল নাম ছেড়ে চরিত্রের নামে পরিচিত পাওয়ার বিষয়টি নিয়ে পলাশ বলেন, চরিত্র দুটিতে দর্শক নিজেদের মিল খুঁজে পেয়েছেন বলেই তাদের ভালো লাগা প্রকাশ করছেন। অভিনয়ের সার্থকতা তো এখানেই যে, আমি চরিত্রগুলো দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলে পেরেছি।
এদিকে অভিনয়ের পাশাপাশি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পলাশ বলেন, সাহিত্যনির্ভর সিনেমা বানানোই আমার স্বপ্ন। তাই যখন কোনো সিনেমা পরিচালনার সুযোগ পাব, কালজয়ী গল্প নিয়ে কাজ করব। খবর : ডেইলিবাংলাদেশ’র।