সর্বাত্মক লকডাউনে জরুরি সেবা ছাড়া সব বন্ধ থাকবে

Chattogram City during lockdown

সুপ্রভাত ডেস্ক <<

সারা দেশে আগামী ১৪ এপ্রিল থেকে সাতদিনের ‘সর্বাত্মক’ বা কঠোর লকডাউন শুরু হবে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলছেন, এই সময়ে জরুরি সেবা ছাড়া সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিতসহ সব ধরনের অফিস এবং কল-কারখানা বন্ধ থাকবে। বন্ধ থাকবে যানবাহন চলাচলও।

শুক্রবার গণমাধ্যমকে তিনি আরও জানান, সর্বাত্মক লকডাউনের সময় আরও বাড়ানো হবে কি-না সে বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

ফরহাদ হোসেন বলেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কঠোর লকডাউন দেওয়া ছাড়া উপায় নেই।

তিনি জানান, লকডাউন যাতে কার্যকর করা যায় সেজন্য হতদরিদ্র মানুষদের খাদ্য সহায়তা দিতে ইতোমধ্যে দেশের সব ইউনিয়ন ও উপজেলায় সাড়ে পাঁচশ’ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, জনস্বার্থে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য ‘সর্বাত্মক’ লকডাউন দেওয়ার বিষয়ে সরকার সক্রিয় চিন্তাভাবনা করছে।