সম্মিলিত পরিষদের প্যানেল পরিচিতি সভা

বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের নির্বাচন

আগামী ৪ এপ্রিল বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের নির্বাচনে সম্মিলিত পরিষদের প্যানেল পরিচিতি সভা সোমবার হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত হয়। প্যানেল পরিচিতি সভায় পরিচালক পদে সম্মিলিত পরিষদের ২৪ জন প্রার্থী উপস্থিত ছিলেন। সভায় ১১ দফা ইশতেহার ঘোষণা করেন সম্মিলিত পরিষদের প্যানেল লিডার সৈয়দ মোহাম্মদ আরিফ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিপিং ব্যক্তিত্ব আতাউল করিম চৌধুরী, পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ওসমান গনি, কাজি , এম ডি চৌধুরী, মোহাম্মদী শিপিংয়ের পরিচালক কাজি এম ডি নাইম, লিটমন্ড শিপিংয়ের পরিচালক মো. বেলায়েত হোসেন, রেডিয়েন্ট শিপিং এর ম্যানেজিং ডাইরেক্টর শফিকুল আলম জুয়েল প্রমুখ।
সম্মিলিত পরিষদের প্যানেল লিডার সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, দীর্ঘ ১৭ বছর উৎসব মূখর পরিবেশে এই সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সাধারণ সদস্যদের স্বার্থ রক্ষায় এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সম্মিলিত পরিষদ সবসময় সাধারণ সদস্যদের স্বার্থ রক্ষায় কাজ করে এসেছে। আগামী দিনেও সদস্যদের পাশে সবসময় থাকার অঙ্গীকার করছি। পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ওসমান গনি চৌধুরী বলেন, সম্মিলিত পরিষদ ঐক্যমতের ভিত্তিতে সবাইকে সাথে নিয়ে কাজ করতে চায়। ব্যক্তিগত স্বার্থে এসোসিয়েশনকে ব্যবহার করবে না সম্মিলিত পরিষদ। এসোসিয়েশনের হারানো গৌরব ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। অনুষ্ঠানে মোহাম্মদী শিপিংয়ের পরিচালক কাজি এম ডি নাইম বলেন, সম্মিলিত পরিষদের কোনো বিকল্প নেই। বিজ্ঞপ্তি
পরিষদের নির্বাচনী ইশতেহারে রয়েছে ঐক্যমতের ভিত্তিতে সবাইকে নিয়ে কাজ করা, সাবকমিটিগুলোকে কার্যকর করার জন্য কন্টেইনার, বাল্ক, ট্যাংকার ইত্যাদির জন্য অভিজ্ঞদের নিয়ে কমিটি গঠন, প্রতি তিন মাস অন্তর সব সদস্যদের নিয়ে সভা করে সমস্যার সমাধানে কার্যকরী ভূমিকা রাখা, সদস্যদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা। বিজ্ঞপ্তি