শারদীয় দুর্গোৎসব সার্থকভাবে করার লক্ষ্যে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অধ্যাপক অসীম চক্রবর্তীর সঞ্চলনায় দেওয়ান বাজার ওয়ার্ডে ১২টি পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, মহানগর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, কোতোয়ালী থানা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা ও এলাকার গণ্যমান্যদের উপস্থিতিতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দেওয়ান বাজার ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
মহানগর আওয়ামী লীগের সদস্য পেয়ার মোহাম্মদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জল, মিথুন মল্লিক, বিপ্লব সেন, চন্দন পালিত, কোতোয়ালী পরিষদের সভাপতি লিটন কুমার শীল, সাধারণ সম্পাদক তারন দাশ প্রলয়, বকশির হাট পুলিশ ফারির ইনচার্জ মৃনাল কান্তি মজুমদার,ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হারুন, দেওয়ান বাজার ওয়ার্ড সচিব মোতাহের হোসেন চৌধুরী,আব্দুল্লাহ আল নোমান, মো. খোরশেদ, উজ্জল পাল চৌধুরী, আলোড়ন বিশ^াস ফ্লাওয়ার, শাহরিয়ার শওকত, হিমেল হোসেন প্রমুখ।
এসময় চৌধুরী হাসান মাহমুদ হাসনী তার পক্ষ থেকে বিভিন্ন পূজা কমিটিকে আথির্ক সহায়তা দেন। সভায় প্রধান অতিথি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ বাংলাদেশ। তাই এই উৎসব শুধু সনাতনী সমাজের নয় এই উৎসব বাঙালির উৎসব। বিজ্ঞপ্তি