দ্য চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি সোসাইটির নিজস্ব প্রতিষ্ঠান অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়কে গতকাল বৃহস্পতিবার দানপত্র দলিল মূলে জমি হস্তান্তর করেন।
দ্য চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এর পক্ষে সোসাইটির সম্পাদক মোহাম্মদ শাহজাহান অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন এর নিকট দানপত্র মূলে জমির দলিল হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. ইদ্রিছ, কোষাধ্যক্ষ মোফাখ্খারুল ইসলাম খসরু, ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. আলমগীর পারভেজ, আলাউদ্দীন আলম, মো. রাশেদুল আমিন, মোহাম্মদ রাইসুল উদ্দিন সৈকত।
এতে আরো উপস্থিত ছিলেন অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কুমার দত্ত, সহকারী প্রধান শিক্ষিকা দিপ্তি সেনগুপ্ত ও প্রাক্তন প্রধান শিক্ষিকা লিলি বড়–য়াসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। দলিল গ্রহণকালে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, দ্য চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এর সভাপতির দায়িত্ব গ্রহণের পর স্কুলটিকে চট্টগ্রাম শহরের স্কুলগুলোর মধ্যে অন্যতম সেরা স্কুল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করেছি যা আজ দৃশ্যমান। সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, সোসাইটির পক্ষে স্কুলের জায়গার দলিল হস্তান্তর করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমাদের আকাক্সক্ষা অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়টি বাংলাদেশের মধ্যে একটি অন্যতম স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হউক এবং এই স্কুলের শিক্ষার্থীরা প্রতিষ্ঠিত হয়ে সমাজের কল্যাণে ভূমিকা রাখুক। বিজ্ঞপ্তি
মহানগর