সব বৈষম্যের অবসান চাই

বিশ্ব মানবাধিকার দিবস পালন

ইপসা ও দৃষ্টি

শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিশ্বের জলবায়ু সংরক্ষণে জাতিসংঘের ভূমিকা পর্যাপ্ত নয়।

এই বিষয়ে দৃষ্টি ও ইপসার আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বিতর্ক অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে ১১ ডিসেম্বর ইপসা ও দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে সাধারণ অধিবেশনে সভাপতিত্ব করেন ব্যাংকার সাইফ চৌধুরী।  পর্যবেক্ষক ছিলেন শিক্ষক সাইফুদ্দিন মুন্না, ফেরদৌস আরা,  শিক্ষক জয়শ্রী দাশ,  উদ্যোক্তা কাজী আরফাত ও রবিউল হোসেন চৌধুরী। মহাসচিবের দায়িত্ব পালন করেন প্রিয়ম দাশ ও উপমহাসচিব ছিলেন সুমাইয়া ইসলাম।

পরে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার ও ইপসার সমন্বয়ক মোহাম্মদ আলী শাহিন।

দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে আরো বক্তব্য রাখেন সহসভাপতি বন কুসুম বড়–য়া নুপুর, সাধারণ সম্পাদক সাবের শাহ ও অর্থ সম্পাদক মুন্না মজুমদার।

আইন ও অধিকার সংস্থা

বিশ্ব আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আইন ও অধিকার সংস্থার সভাপতি অ্যাডভোকেট উত্তম কুমার দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাধব দ্বীপের সঞ্চালনায় মানববন্ধন, র‌্যালি ও খাদ্য বিতরণ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, উপদেষ্টা বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট দিদারুল আলম চৌধুরী, জেলা আইনজীবী বিজয়া সম্মেলন পরিষদের সাবেক সভাপতি অনুপম চক্রবর্ত্তী, রোটারি ক্লাব অব চিটাগাং সিটির সাবেক সভাপতি কামরুল মোরশেদ তমাল, বর্তমান সভাপতি মোহাম্মদ হোসেন, রোটারিয়ান দেবাশীষ বড়–য়া, অ্যাডভোকেট যীশু কৃষ্ণ রক্ষিত, অ্যাডভোকেট মানিক সেন, অ্যাডভোকেট চন্দন পালিত, ছাত্রনেতা উদ্দীপন দত্ত শুভ্র, চট্টগ্রাম অ্যাডভোকেটস ক্লার্ক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অভিজিৎ রায় পুলক, বিশিষ্ট ব্যাংকার নয়ন শীল, কৃষ্ণ কুমার দে প্রমুখ।

বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন

বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটি, জেলা কমিটি, নগর ও থানা কমিটিসমূহের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ডিসি হিল হতে বের হয়ে প্রেসক্লাবে নগর শাখার সভাপতি আলহাজ সাব্বির হান্নানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। অহিদ চৌধুরী মুক্তির সঞ্চালনায় র‌্যালির উদ্বোধন করেন সংগঠনের  চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জাফর হায়দার।

প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবু হানিফ, অ্যাডভোকেট মীর ফেরদৌস আলম সেলিম, অ্যাডভোকেট জসিম উদ্দীন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জুয়েল, সহ-সভাপতি মঞ্জুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর, বিভাগীয় কমিটির সদস্য মো. নেজাম, আবুল হালিম জুয়েল, সাইফুল, নগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খসরু, মো. সোলেমান, বিলকিছ বেগম, হালিশহর থানা কমিটির সভাপতি মো. ইদ্রিস, সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক টিপু, বোয়ালখালী থানা কমিটির সাধারণ সম্পাদিকা মুন্নি বেগম প্রমুখ। সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জাফর হায়দার বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার অঙ্গীকারের পাশাপাশি সকল প্রকার বৈষম্যের অবসান হতে হবে। বিজ্ঞপ্তি