সড়কে প্রাণহানি চারজনের

কক্সবাজার-টেকনাফ-চন্দনাইশ

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার, প্রতিনিধি টেকনাফ ও চন্দনাইশ »

কক্সবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নবগঠিত ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের চাঁদের ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঈদগাঁও থানার ওসি মো. গোলাম কবীর বিষয়টি নিশ্চিত করছেন।

নিহতরা হলেন, ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের চাঁন্দের ঘোনা এলাকার আব্দুস সমদের ছেলে মো. আজিম (৩০) এবং একই এলাকার আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন সাঈদী (২৮)। তারা পরস্পর নিকটাত্মীয়।

স্থানীয়দের বরাতে গোলাম কবীর বলেন, সকালে মো. আজিম ও দেলোয়ার হোসেন সাঈদী মোটর সাইকেলযোগে ঈদগাঁও স্টেশনে যাচ্ছিলেন। পথিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার চাঁদের ঘোনা এলাকায় পৌঁছলে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের মৃতদেহ উদ্ধার করে। ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি।
রামু হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. মেজবাহ উদ্দিন বলেন, নিহতদের লাশ নিজেদের বাড়িতে রয়েছে। স্বজনরা বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন জানিয়েছে।
অন্যদিকে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে ‘নিয়ন্ত্রণ হারিয়ে’ ট্রাক উল্টে একজন নিহত এবং ৩ জন আহত হয়েছে।

রোববার রাত ৮টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শিলখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসান আহমদ (৩৫) বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়া এলাকার ছৈয়দ আহমদের ছেলে। তিনি একজন দিনমজুর।
তবে আহতদের নাম ও পরিচয় জানাতে না পারলেও তারা দুর্ঘটনা কবলিত ট্রাকটির শ্রমিক বলে জানান স্থানীয়রা।

স্থানীয়দের বরাত দিয়ে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. মশিউর রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী বাজার থেকে পান ভর্তি করে একটি ট্রাক টেকনাফ সদরের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িটি মেরিন ড্রাইভ সড়কে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাক চাপায় ৪ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। আহত অপর তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ঘটনার পরপরই গাড়ির চালক পালিয়ে যায়।

নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান পুলিশের এ পরিদর্শক।
অন্যদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মকবুল আহমদ (৫২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার সকাল পৌনে আটটায় উপজেলার হাশিমপুর ইউনিয়নের খান বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মকবুল আহমদ উপজেলার দক্ষিণ হাশিমপুর এলাকার মৃত আলতাফ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সকালে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে খান বটতল এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মকবুল আহমদ রাস্তার পাশে ছিটকে পড়লে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মো. এরফান।