সড়কেই নিথর সাত প্রাণ

সুপ্রভাত রিপোর্ট

উপজেলার বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। লোহাগাড়ায় ৩, আনোয়ারায় ১ ও কক্সবাজারে ৩ জনের মৃত্যু হয়।
লোহাগাড়া প্রতিনিধি জানান, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা মোটরসাইকেল আরোহী। গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় উপজেলায় পদুয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার নয়াপাড়া এলাকার মৃত জালাল আহমদের পুত্র নুরুল আবছার (৪০), চুনতি ইউনিয়নের সোলতান মৌলবী পাড়ার আব্দুল কাদেরের পুত্র মো. জুবাইর (২৫) ও রাঙ্গুুনিয়া উপজেলার রাজানগর এলাকার বাবুল মিয়ার পুত্র জাহেদ (২৭)।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে।
আনোয়ারা সংবাদদাতা জানান, ট্রাকের ধাক্কায় মো. জিহাদ নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টায় উপজেলার জামালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত জিহাদ বাঁশখালী উপজেলার জহির উদ্দিন হেলালের ছেলে। সে দীর্ঘদিন ধরে কর্ণফুলী উপজেলার ইছানগর এলাকার বসবাস করতো।
জানা গেছে, জিহাদ শ্রমিকের কাজ করেন। কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাসার দিকে ফিরছিলেন। রাত ৯টার দিকে ক্রসিং জামালপাড়া পৌঁছালে (ঢাকা মেট্রো- ট ২২-৮০০৭) ট্রাকের সাথে ধাক্কা লেগে সড়ক থেকে মোটরসাইকেলসহ দূরে ছিটকে পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহির হোসেন জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের হেলপারকে আটক করা হলেও চালক পলাতক।
কক্সবাজার প্রতিবেদক জানান, ঈদগাঁও উপজেলায় ট্রলির ধাক্কায় ফাহিম (৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের চর পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত লাবিব হাসান ফাহিম স্থানীয় ইলেকট্রিশিয়ান মো. ফয়সালের পুত্র। সে চরপাড়া নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।
নিহতের চাচা ইলেকট্রিশিয়ান বেলাল উদ্দিন জানান, মাদ্রাসা বিরতির সময় পার্শ্ববর্তী সড়কে বের হলে ট্রলির ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ঈদগাঁওর একটি ক্লিনিক ও পরে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পেকুয়া প্রতিনিধি জানান, কুতুবদিয়ায় টমটম চাপায় প্রাণ হারায় সুস্মিতা নামে আড়াই বছরের এক শিশু। সোমবার সকাল ১১টায় উপজেলার লেমশীখালী ইউনিয়নের ধুপি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার সজীবের মেয়ে।
নিহতের পিতা সজীব বলেন, সকালে হাবু উল্লাহ দোকানের সামনে খেলতে খেলতে সবার অজান্তে রাস্তায় চলে যায়। এ সময় টমটম গাড়ি ধাক্কা দিলে সে মারাত্মকভাবে আহত হয়।পরে উদ্ধার করে কুতুবদিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ প্রতিনিধি জানান, কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় এক নারী মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। এ সময় মোটরসাইকেলে থাকা যুবক গুরুতর আহত হয়েছেন। আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। তার নাম শহিদুল আমিন (তানিব)। তিনি কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট কলেজের ছাত্র এবং ইসলামাবাদ এলাকার বাসিন্দা।
গতকাল দুপুর সাড়ে ১২ টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে আসা একটি মোটরসাইকেল টেকনাফের পথে এক সিএনজিচালিত অটোরিকশাকে পাশ দিতে গিয়ে পড়ে যায়। এতে নারী চালক ঘটনাস্থলেই মারা যায়। মোটরসাইকেলের পিছনে বসা আরোহীকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসমান গনি।