শিশু লালন পালনকারীদের ‘কেয়ার গিভার’ প্রশিক্ষণ মমতা’র

মমতার প্রশিক্ষণ, মূল্যায়ন ও গবেষণা বিভাগের আয়োজনে শিশু লালন পালনকারীদের অংশগ্রহণে ৩ দিন ব্যাপী কেয়ার গিভার প্রশিক্ষণ মমতার প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মমতার প্রধান নির্বাহী রফিক আহমদের সার্বিক নির্দেশনায় উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন উপ-প্রধান নির্বাহী মো. ফারুক।
প্রশিক্ষণে শিশু লালন পালনে কেয়ার গিভারদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালনে করণীয়সহ এ সংক্রান্ত অন্যান্য বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের সমাপনীতে কেয়ার গিভারদের উদ্দেশ্য প্রশিক্ষণের গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন মমতার পরিচালক তৌহিদ আহমেদ। প্রশিক্ষণের সমাপনীতে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়। কেয়ার গিভার প্রশিক্ষণে মমতা’র ট্রেনিং, ইভালুয়েশন অ্যান্ড রিসার্স এর উপ-পরিচালক আহমদ ইউসুফ হারুনসহ অন্যান্য ট্রেনিং অফিসাররা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি