শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি

শিক্ষা উদ্যোক্তাদের সভা

অনলাইনে ক্লাস অসফল, মোবাইল গেমস আসক্তিতে শিক্ষার্থীদের ক্ষতি, দুটি শিক্ষাবর্ষ বিনষ্ট, নন এমপিও শিক্ষকরা বেতনবিহীন মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ছাড়া শিক্ষাকে বাঁচানোর কোনো বিকল্প নেই। নগরীর জামালখানের একটি রেস্টুরেন্টে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে চট্টগ্রামের বেসরকারি শিক্ষা উদ্যোক্তাদের আলোচনা সভায় বক্তারা উপরোক্ত বক্তব্য রাখেন। অধ্যক্ষ মিসেস জিনাত আরা খানম তারার সভাপতিত্বে আলোচনা অংশ নেন লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, মঈনুদ্দীন কাদের লাভলু, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমেদ, অধ্যাপক নুরুল বশর সুজন, লায়ন আমিরুল হক, হুমায়ূন কবির, শফিকুর রহমান চৌধুরী, কবিরুল ইসলাম, লায়ন মিসেস লুবনা হুমায়ুন প্রমুখ। সভায় শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম ১৩ জুন থেকে চালু করে শিক্ষাক্ষেত্রে সমূহ ক্ষতি থেকে রক্ষার আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তি
সভায় ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন, স্মারক লিপি প্রদান, মানববন্ধন ও শিক্ষা সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি