লায়ন মোহাম্মদ ইমরানের উদ্যোগে বঙ্গবন্ধুর বায়োপিক দেখলো স্কুলের শিক্ষার্থীরা

গত মঙ্গলবার (১৭ অক্টোবর) চট্টগ্রামের ইউনাইটেড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, সি-ভিউ পাবলিক স্কুলের প্রায় অর্ধ শতাধিক ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর জীবনী  নিয়ে শ্যাম বেনেগালের চলচ্চিত্র ‘মুজিব’—একটি জাতির রূপকার দেখেন সীতাকুণ্ডের কৃতীসন্তান শিল্পপতি সমাজসেবক ও রাজনীতিবিদ লায়ন মোহাম্মদ ইমরান।

নগরীর সিলভার স্ক্রিন সিনেপ্লেক্সে তিনি শিক্ষার্থীদের জন্য এ আয়োজন করেন। আয়োজনের উদ্দেশ্য বর্ণনা করে তিনি বলেন, আমাদের আগামী প্রজন্ম যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে সঠিকভাবে জেনেশুনে বড় হয় তাহলেই তাদেরকে দিয়ে জাতির রূপকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব।

এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আবু সুফিয়ান, মোস্তফা আমির, জুনায়েদ হোসেন, স্কুলের অধ্যক্ষ সোহরাব হোসেন, শিক্ষক লুবনা আক্তার, ফাহমিদা আক্তার তানিয়া, হেলেনা হোসেন, শারমিন আক্তার, রুবিনা আক্তার, আসমা বেগম, ফার‍জানা আক্তার, জান্নাতুল ফেরদউস, বিজয় দাশ, মশিউর রহমান, মায়িশা মুশরাত সহ ইউনাইটেড স্কুল এন্ড কলেজের ৫০ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক-শিক্ষিকা।