সিপিবির মানববন্ধন
দ্রুততার সাথে সকলের জন্য করোনা ভ্যাকসিন ও লকডাউনে খাদ্য সহায়তা নিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল সকাল ১১ টায় হাজারী গলিতে সিপিবি জেলার সম্পাদকম-লীর সদস্য কমরেড ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন জেলার সম্পাদকম-লীর সদস্য কমরেড নূরচ্ছফা ভূঁইয়া, ডা. মহসিন, ডা. আশীষ ঘোষ, কমরেড অজয় সেন, কমরেড অমিতাভ সেন, শ্রমিক নেতা জামালউদ্দীন, টিকলু দে প্রমুখ।
বর্তমান করোনা পরিস্থিতিতে বক্তারা উদ্বেগ প্রকাশ করে দ্রুততার সাথে ভ্যাক্সিন নিশ্চিত করা এবং লকডাউনে নিম্নআয়ের মানুষদের জরুরি খাদ্য সহায়তা দেওয়ার ব্যবস্থা করার আহ্বান জানান।
তারা আরো বলেন, নিত্যপণ্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। অবিলম্বে সকলের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। বিজ্ঞপ্তি