আলোচনা সভায় সিভিল সার্জন
চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেছেন, সচেতনতাই রোগ প্রতিরোধের অন্যতম প্রধান মাধ্যম। তাই রোগ প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নাই।
গতকাল সোমবার বিকাল ৩ টায় হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন বন্ধু সোশাল ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্যোগে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এউচ.আই.ভি প্রতিরোধ এবং চিকিৎসাসেবা প্রদান শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার এ কে হুমায়ন কবির এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রশাসন প্রতিনিধি এস আই মো. আল ইমরান, কোতোয়ালী থানা সিএমপি, এস আই শিমুল চন্দ্র দাস, কোতোয়ালী থানা সিএমপি, এ এস আই মো. জাহাঙ্গীর হোসেন , কোতোয়ালী থানা সিএমপি, বন্ধু হিজড়া ফেলো সাংবাদিক ওমর ফারুক, মো. কামাল হোসেন, বন্ধু ফেয়ার নেভিগেটর নুরুল হাশেম, সংগঠনের ডিস্ট্রিক ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ শহীদুল ইসলাম, জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের মিডওয়াইফ মামুনা বেগমসহ সমাজের বিভিন্ন স্থরের প্রতিনিধি।
সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি আরও বলেন, করোনা ভাইরাসের সংক্রমণে সমগ্র পৃথিবী জর্জরিত। সচেতনতার মাধ্যমে এই অদৃশ্য ভাইরাসকে মোকাবেলা করে যাচ্ছে মানুষ।
তিনি বলেন, করোনা ভাইরাসের আগেও পৃথিবীতে অনেক কঠিন রোগ এসেছে, মানুষ তা সচেতনতার মাধ্যমে মোকাবেলা করেছে। আমরা রোগমুক্ত থাকতে সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকবো। বিজ্ঞপ্তি