রেড ক্রিসেন্টের ‘আরসিআরসি মুভমেন্ট’ বিষয়ক কর্মশালা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উদ্যোগে অর্গানাইজেশনাাল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতাধীন পার্বত্য চট্টগ্রামের তিনটি রেড ক্রিসেন্ট ইউনিট খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান এর কার্যনিবার্হী কমিটির সদস্যদের জন্য আরসিআরসি মুভমেন্ট বিষয়ক শীর্ষক ২ দিনব্যাপী কর্মশালা নগরীর ওয়েল পার্কে অনুষ্ঠিত হয়।
আইসিআরসি’র সহযোগিতায় পরিচালিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিঊল আজম। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ও ম্যানেজিং বোর্ড সদস্য কংজুরী চৌধুরী, চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম.এ.ছালাম। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আইসিআরসি ডেলিগেট পাবেলো পারসেফিসি, ডেপুটি হেড ডেবিট মনটিস, আবু বক্কর, ফিল্ড ডেলিগেট লীরেন গোরেজ।
আমন্ত্রিত স্পিকারদের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির উপ- মহাসচিব মো. রফিকুল ইসলাম, সিডি ও কমিউনিকেশন বিভাগের পরিচালক মো. বেলাল হোসেন, পিএন্ডডি বিভাগের পরিচালক সায়মা ফেরদৌস, পিএন্ডডি বিভাগের পিএমইআর অফিসার আফরোজা সুলতানা, মো. নেওয়াজ শরীফ, অর্থ বিভাগের ফাইন্যান্স অফিসার মো. তানভীর আনজুম রহমান। উদ্বোধনকালে ডা. শেখ শফিউল আজম বলেন, এসব কর্মশালার মাধ্যমে কার্যনিবাহী কমিটির সদস্যদের রেডক্রস রেডক্রিসেন্ট মুভমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারছে। এর ফলে ইউনিট কার্যক্রম পরিচালনায় অর্জিত জ্ঞান অগ্রণী ভূমিকা পালন করবে। বিজ্ঞপ্তি