মুক্তিযোদ্ধার সমাধির উপর হাসপাতাল বরদাস্ত করা হবে না

লায়ন্স’র মানববন্ধনে বক্তারা

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স জেলা ৩১৫ বি৪ এর অন্তর্ভুক্ত ১৪ টি লায়ন্স ও লিও ক্লাব এর যৌথ উদ্যোগে লায়ন আশিকুল আলম আশিক এর সভাপতিত্বে ও লায়ন মমতাজ বেগম এর সঞ্চালনায় সিআরবিতে হাসপাতাল না করার জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উত্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স উপস্থিত ছিলেন জেলা ৩১৫-বি৪ এর জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ পিএমজেএফ বিশেষ অতিথি হিসেবে ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরীর এমজেএফ কেবিনেট সেক্রেটারি লায়ন এস এম আশরাফুল আলম আরজু এমজেএফ, কেবিনেট ট্রেজারার আবু বক্কর পিএমজেএফ, সিনিয়র এডভাইসর টু ডিজি লায়ন এসকে নন্দী, লায়ন হাসান মাহমুদ চৌধুরী জিএমটি, লায়ন সুব্রত ভৌমিক আরসি, লায়ন এড. নুরুল ইসলাম আরসি, লায়ন রুপন দাশ আরসি, লায়ন জাহানারা বেগম আরসি, লায়ন মসিউরদ্দৌল্লা রহমান জেডসি, লায়ন সোহেল আবেদীন জেডসি, লায়ন সোহেলা রহমান মাহমুদ, লায়ন সুজিত দাশ, জেডসি, লায়ন এম এ মুসা জেডসি, লায়ন মো. আসলাম, লায়ন নার্গিস আক্তার, লায়ন ডা. নারায়ণ দেবনাথ, লায়ন ওমর এলাহি, লায়ন জামাল উদ্দিন, লায়ন নাজমা জাহাঙ্গীর, লায়ন ফাতিমা ইসমত আরা, লায়ন আরজু মান বানু, লায়ন জুনায়েদ রহমান রিফাত, লায়ন সাদেকুর রহমান, লায়ন এপি, লিও ইরফান মোস্তফা, লিও বোরহান উদ্দিন সাকিব, লিও শিপন প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধার সমাধির উপর হাসপাতাল নির্মাণ চট্টগ্রামবাসী বরদাস্ত করবে না। চট্টগ্রামের স্বার্থে সিআরবির প্রাণ-প্রকৃতিকে রক্ষা করতে হবে। সিআরবির মতো একটি সংরক্ষিত এলাকা নষ্ট করার অধিকার কারও নেই। শতবর্ষী বৃক্ষরাজি, পাহাড়, টিলা ও উপত্যকায় ঘেরা বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যম-িত অনন্য প্রাকৃতিক স্থান সিআরবি ধ্বংসের পাঁয়তারাকারীগণদের পতিহত করতে চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি