মিরপুর শেরে বাংলায় ট্রফি প্রদর্শন

সুপ্রভাত ক্রীড়া ডেস্ক »

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে। গত রোববার গভীর রাতে ঢাকায় এসে পৌঁছায় বিশ্বকাপ ট্রফি। সোমবার ছিল ট্রফির অফিসিয়াল ফটোসেশন। পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফি বরণ করে নেয়া হয়। সেখানে করা হয় অফিসিয়াল ফটোসেশন।গতকাল বাংলাদেশে দ্বিতীয়দিন বিশ্বকাপ ট্রফির। আজও সাধারণের দেখার জন্য উন্মুক্ত করা হয়নি বিশ্বকাপ ট্রফিটি।

মঙ্গলবার ট্রফি প্রদর্শন করা হয় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে জাতীয় বর্তমান ও সাবেক দলের ক্রিকেটার, নারী দলের ক্রিকেটার, ক্রিকেট সংগঠক, কর্মকর্তা এবং মিডিয়াকর্মীদের জন্য উন্মুক্ত রাখা হয় বিশ্বকাপ ট্রফি। খবর জাগোনিউজের। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত চলে এই ট্রফি প্রদর্শনী।

আবার গতকাল বিকেল সাড়ে ৩টায় ট্রফি প্রদর্শনী হয় ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে। আজ বুধবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রফি প্রদর্শনী হবে বসুন্ধরা সিটি শপিং মলে সর্বসাধারণের জন্য।