ভয়-ভীতির ঊর্ধ্বে ওঠে কাজ করার প্রত্যয়

আমাদের সময়ের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান

সাংবাদিকতায় বস্তুনিষ্ঠ থাকা অনেক কঠিন। পারিপার্শ্বিক চাপ সত্ত্বেও গত ১৭ বছর ধরে পেশাগতভাবে বস্তুনিষ্ঠতার পরিচয় দিয়েছে দৈনিক আমাদের সময়ের সংবাদকর্মীরা। এই ধারা অব্যাহত রাখতে দলবদ্ধ প্রয়াস অব্যাহত রাখতে হবে। সব ধরনের ভয়-ভীতির উর্ধ্বে উঠে স্থান দিতে হবে সাংবাদিকতাকে।
আমাদের সময়ের ১৮ বছরে পদার্পণ উপলক্ষে গতকাল সোমবার আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিভিন্ন পেশার প্রতিনিধিরা এভাবে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন।
চট্টগ্রামে ঘটে যাওয়া সাম্প্রতিক কিছু ঘটনা সবার আগে আমাদের সময়ে প্রকাশ এবং পরবর্তীতে ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশের বিষয়টিও উল্লেখ করেন তারা।
চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানটি ছিল পাঠক ও শুভানুধ্যায়ীদের ভিড়ে পরিপূর্ণ।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সৎভাবে একটি দলবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সাংবাদিকতাকে এগিয়ে নিতে হবে। আমাদের মধ্যেই কেউই শতভাগ পরিপূর্ণ নয়। আমাদের কাজের বস্তুনিষ্ঠ সমালোচনা করুন। আমাদের ভুলগুলো ধরিয়ে দিন। তাতে আমরা উপকৃত হবো, দেশের জনগণ উপকৃত হবো। তিনি বলেন, মেয়র হিসেবে আমি নিজেকে বিশেষ কেউ মনে করি না। আমি সাধারণের মাঝেই সর্বদা নিজেকে দেখতে চাই।
পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান গণমাধ্যম কর্মীদের উদ্দেশ করে বলেন, প্রতিটি দিন আপনাদের কাছে অতি গুরুত্বপূর্ণ। তাই দিনের কাজটি দিনে শেষ করার ওপর আপনাদের সবচেয়ে গুরুত্ব দিতে হবে। তিনি নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকরা জাতিকে পথ দেখিয়ে চলেছেন। তারা মহান দায়িত্ব পালন করছেন।
আমাদের সময়ের উপদেষ্টা সম্পাদক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক আবুল মোমেন বলেন, একসময় পত্রিকা ছিল পারিবারিক আয়োজন যা এখন শিল্পে পরিণত হয়েছে। সাংবাদিকতার ধরন প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। তাই পরিবর্তনের প্রতিযোগিতায় টিকে থাকার প্রস্তুতি রাখতে হবে সবাইকে।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম, সাবেক যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. এয়াকুব হোসেন, ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত বেলাল, ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ, স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি দেবাশীষ নাথ, সাধারণ সম্পাদক আজিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সুপ্রভাত বাংলাদেশ এর সম্পাদক রুশো মাহমুদ ও সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন। বিজ্ঞপ্তি