তিন প্রাণহানি
নিজস্ব প্রতিনিধি, চকরিয়া, মাটিরাঙা ও সীতাকুণ্ড
প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা। বেপরোয়া গতি, প্রশিক্ষণ না থাকা, বিরতি না দিয়ে টানা গাড়ি চালানো, ওভারটেক করা, সড়কে গাড়ি চালানোয় প্রতিযোগিতার কারণে দুর্ঘটনা বেড়েই চলেছে। এতে প্রাণহানি বাড়ছে। গতকাল বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
হাটহাজারী
হাটহাজারী রোডে চৌধুরীহাট এলাকায় নিউমার্কেট গামী দ্রুতযান সার্ভিস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের উঠে যায়।
চকরিয়া
কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং আজিজনগরে একটি রেস্টুরেন্টে চলন্ত ট্রাক ঢুকে পড়ে দেয়াল চাপায় মো. ওসমান গনী (১৮) নামের ওই রেস্টুরেন্টের এক কর্মচারী নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন ওই রেস্টুরেন্টের বার্বুচি মোহাম্মদ ইসমাইল (৩২)। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল রোববার সকাল সাড়ে সাতটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং আজিজনগর ইছাছড়ি এলাকায় নিউ হাইওয়ে রেস্টুরেন্ট অ্যান্ড বিরানী হাউস নামের খাবার হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান গনি হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড গয়ালমারা পূর্ব কাট্টলী এলাকার নুর মোহাম্মদ এর ছেলে।
হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ বলেন, রোববার সকালে চট্টগ্রাম থেকে পণ্যসামগ্রী নিয়ে কক্সবাজারে যাচ্ছিলো একটি ট্রাক। ওইসময় গাড়িটি মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইছাছড়ি এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে নিউ হাইওয়ে রেস্টুরেন্টে ঢুকে পড়ে দেয়ালে ধাক্কা দেয়। এ সময় দেয়াল চাপা পড়ে রেস্টুরেন্টের কর্মচারী ওসমান গনি ঘটনাস্থলেই নিহত হয়।
চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, রেস্টুরেন্ট থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারকে হস্তান্তর ও আহত বাবুর্চিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর গাড়ির চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে গাড়িটি ( চট্রমেট্রো-শ-১১-৩৭৪৬) জব্দ করা হয়েছে।
মাটিরাঙা
খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় যাত্রীবাহী বাসের সাথে পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছে। রোববার বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে মাটিরাঙার সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকাল সাড়ে তিনটার দিকে মাটিরাঙার সাপমারা এলাকায় পাহাড় নামতে গিয়ে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাসের সাথে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পাথরবোঝাই ট্রাকটি সড়ক থেকে পাহাড়ের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ট্রাক চালক।
অন্যদিকে শান্তি পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে আটকে গেলে বেঁচে যায় বাসে থাকা ৪০ যাত্রী।
প্রত্যক্ষদর্শী বাসের যাত্রী আব্দুল করিম বলেন, কিছু বুঝে উঠার আগেই বাসটি গাছের সাথে আটকে যায়। অপর যাত্রী কামাল উদ্দিন বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি আটকে গেলে যাত্রীরা বেঁচে যায়। একটি গাছ আমাদের বাঁচিয়ে দিয়েছে। ট্রাক চালকের নাম মোহাম্মদ ইউসুফ মিয়া। তিনি নগরীর অলংকার এলাকায় থাকেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের সাথে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক মারা গেছে। তবে বড় ধরনের হতাহতের ঘটনা থেকে রক্ষা পেয়েছে যাত্রীরা।
সীতাকুণ্ড
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৩৫) এক নারী নিহত হয়েছেন। রোববার ভোর ছয়টার সময় উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়কুমিরা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে সড়ক পার হওয়ার সময় কোন এক গাড়ির নিচে চাপা পড়েন ওই মহিলা। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বারআউলিয়া হাইওয়ে পুলিশের এসআই উজ্জ্বল ঘোষ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।