বিশ্বের মানুষ ক্রান্তিকাল অতিক্রম করছে

বাসদের সমাবেশে বক্তারা
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান রুশ বিপ্লব ১০৩ তম বার্ষিকী উপলক্ষে বাসদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে সমাবেশ পুরাতন রেল স্টেশন চত্বরে অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘পুঁজিবাদী শোষণে সাম্যের বদলে পাহাড়সম বৈষম্য, মানবিক মর্যাদার জায়গায় মর্যাদাহীনতা ও সামাজিক ন্যায় বিচারের বদলে বিচারহীনতা চূড়ান্ত রূপ লাভ করেছে। বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। লড়াই করছে অদৃশ্য করোনা ভাইরাসের বিরুদ্ধে। মানুষের জীবন-জীবিকা বিপর্যস্ত হয়ে পড়েছে। স্বাস্থ্য ব্যবস্থার দৈন্য দশা আরো স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। একদিকে আকাশ ছোঁয়া উন্নয়ন হলেও অন্যদিকে প্রতিনিয়ত বড় হচ্ছে বৈষম্যের পাহাড়। মানুষের দুর্দশার আজ অন্ত নেই।’
বক্তারা বলেন, ‘সিলেট, নোয়াখালীসহ সারাদেশে নারী-নির্যাতন, ধর্ষণের ঘটনা দেশবাসীকে হতবাক করেছে। অতীতের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অপরাধীরা বেপরোয়া হলেও ক্ষমতার ছত্রছায়ায় তারা পার পেয়ে যাচ্ছে। বাজারে সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে’।
বক্তারা আরো বলেন, ‘বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ প্রতিষ্ঠার পর থেকে সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষে আমরা আমাদের লড়াই অব্যাহত রেখেছি।
মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায়, কৃষকের পণ্যের ন্যায্য দাম প্রাপ্তি, মৌলবাদ, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থেকে আমরা আমাদের সংগ্রাম পরিচালনা করছি। আমাদের এই সম্মিলিত লড়াই-সংগ্রামের আঘাতে শোষণÑবঞ্চনার অবসান ঘটাবোই’। বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ আল কাদেরী জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ চট্টগ্রাম জেলা সদস্য কমরেড স ম ইউনুচ, কমরেড নুরুল হুদা নিপু, কমরেড হেলাল উদ্দিন কবির, আকরাম হোসেন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর সাধারণ সম্পাদক ঋজু লক্সক্ষী অবরোধ।সমাবেশ পরিচালনা করেন সদস্য রায়হান উদ্দিন
সমাবেশ শেষে একটি লাল পতাকা মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিজ্ঞপ্তি