বিভাগীয় পর্বে জাকির আহমেদ কলেজের শুভ সূচনা

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট শুরু

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক »

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ আসরের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা গতকাল ২৭ জুলাই বিকাল সাড়ে তিনটায় চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হবে। প্রথম দিনের একমাত্র ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ব্যারিষ্টার জাকির আহমেদ কলেজ ৩-০ গোলে চট্টগ্রামের সীতাকুণ্ড ডিগ্রি কলেজকে পরাজিত করে। বিজয়ী দলের মাসুদুল ২ ও হামদান ১ গোল করেন। খেলায় জাকির আহমেদ কলেজ অনেকটা গুছিয়ে খেলে প্রতিপক্ষ গোলমুখে প্রভাব বিস্তার করে। ফলশ্রুতিতে বড় ব্যবধানে তাদের জয় নিশ্চিত হয়। আর সীতাকুণ্ড কলেজ দল কয়েকবার সুযোগ করেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি। আজ সকাল ৯টায় জাকির আহমেদ কলেজ দ্বিতীয় পর্বে রাঙামাটি পার্বত্য জেলার শিজক কলেজের বিরুদ্ধে খেলবে। ১১টায় অপর খেলায় ফেনীর হাজী মনির আহমদ কলেজ ও কক্সবাজার সিটি কলেজ প্রতিদ্বন্দ্বিতা করবে। গতকাল শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন পরে হবে জানান জেলা ক্রীড়া কর্মকর্তা হারুনুর রশিদ কাজল। খেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তরের ব্যবস্থাপনায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিস ও চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলার চ্যাম্পিয়ন ও রানার্সআপ ২২ কলেজ নকআউট ভিত্তিতে অংশগ্রহণ করছে। বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। আগামী ৮ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি