বন্দরনগরীর ক্রিকেট কোচদের পাশে তামিম

নগরীর ক্রিকেট কোচদের অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তামিম ইকবাল খান

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক :
করোন ভাইরাসের কারণে দেশের কোথাও খেলাধুলা নেই। নেই অ্যাকাডেমিগুলোর কোন কোচিং কার্যক্রমও। যে স্টেডিয়াম পাড়া ক্রীড়া পাগল ছেলেমেয়েদের পদচারণায় সরগরম থাকত, করোনার কারণে এখন সেখানে দিনের বেলায় নেমে আসে রাতের নিস্তব্ধতা। ফলে আর্থিক সংকটে পড়েছেন ক্রীড়ার সাথে জড়িয়ে থাকা মানুষগুলো। এ অবস্থায় বন্দরনগরীর চট্টগ্রামের কষ্টে থাকা অসহায় ক্রিকেট কোচদের পাশে আর্থিক উপহার নিয়ে এসেছেন চট্টল গর্ব বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। গতকাল চট্টগ্রাম ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ৫০ জন ক্রিকেট কোচদের হাতে টাইগার অধিনায়ক তামিম ইকবালের পক্ষ থেকে আর্থিক উপহারগুলো তুলে দেন তারই অগ্রজ বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। চট্টগ্রাম ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও বিভাগীয় ক্রিকেট কোচ মুমিনুল হকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেটার মাসুম উদ দৌলা ও ফাইজান খানসহ বন্দর নগরী চট্টগ্রামের ক্রিকেট কোচবৃন্দ। উপহার পেয়ে ক্রিকেট কোচরা টাইগার অধিনায়ক তামিমের প্রতি কৃতজ্ঞতা জানান।