প্রাকৃতিক মহামারী থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণ জরুরি

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা

রোটারি ক্লাব অব চিটাগং কমার্সিয়াল সিটির উদ্যোগে গতকাল শুক্রবার বৃক্ষরোপণ কর্মসূচি শেষ করা হয়। উদ্বোধনী বক্তব্যে প্রেসিডেন্ট রোটা. মোহাম্মদ ইসহাক বলেন, ‘বৃক্ষ কেবল নিসর্গ প্রকৃতির শোভা নয়, মানুষের জীবনের অপরিহার্য অংশ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনে বৃক্ষের ভূমিকা এত অপরিহার্য যে, বৃক্ষহীন পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কল্পনা করা যায় না। শুধু অর্থনীতিতে নয়, আবহাওয়া ও জলবায়ুসহ প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বনজ সম্পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রাকৃতিক মহামারি থেকে দেশকে রক্ষা করতে ব্যাপক হারে বৃক্ষরোপণ করতে হবে।’ আইপিপি রোটারিয়ান মোহাম্মদ ইউনুছ বলেন, ‘আমরা সবাই অবগত আছি, বেঁচে থাকার জন্য অধিক জরুরি হলো অক্সিজেন। প্রশ্বাসে দেহের ভেতর প্রবেশ করাই অক্সিজেন আর নিঃশ্বাসে ছেড়ে দেই কার্বন-ডাই-অক্সাইড নামক গ্যাস। ভীষণ জরুরি এই অক্সিজেন গ্যাস পাই বৃক্ষ বা গাছ থেকে। বৃক্ষ প্রতিনিয়ত অক্সিজেন গ্যাস সরবরাহ করে। তাই যত বেশি বৃক্ষরোপণ করবো তত বেশি অক্সিজেন সরবরাহ হবে। এতে মানুষ সুস্থ-সবলভাবে বাঁচবে। আর পরিবেশ দূষণের হারও কিছুটা কমবে।’ পিপি ও ডিস্ট্রিক্ট জোনাল সেক্রেটারি রোটারিয়ান শাহীন আলম সরকার বলেন, ‘ভারসাম্যমূলক প্রাকৃতিক পরিবেশের জন্য একটি দেশের অন্তত ২৫ শতাংশ বনভূমি থাকা দরকার। সেখানে সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশের বনভূমির পরিমাণ ১৭ শতাংশ। আমাদের দেশে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে ওই বনভূমির পরিমাণ হ্রাস পাচ্ছে। গ্রাম বা শহরাঞ্চলে প্রতিনিয়তই নির্বিচারে বৃক্ষ নিধনের ঘটনা হচ্ছে। যার প্রভাব পড়ছে আবহাওয়ার উপর। ফলস্বরূপ অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খড়াসহ নানারকম প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে। প্রেসিডেন্ট ইলেক্ট সৈয়দ ইরফানুল আলম বলেন, ‘বৃক্ষরোপণ ও সামাজিক বনায়ন শুধু প্রাকৃতির ভারসাম্য বজায় রাখার একমাত্র উপায় তা নয়, এটি গরীব ও সাধারণ মানুষের অনেক চাহিদাই পূরণ করে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও দৃঢ় ও মজবুত করে।’
বৃক্ষরোপণ কর্মসুচিতে অংশগ্রহণ করেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ ইসহাক, পিপি রোটারিয়ান শাহীন আলম সরকার, রোটারিয়ান মোহাম্মদ ইউসুফ, আইপিপি রোটারিয়ান মোহাম্মদ ইউনুছ, পিপি রোটারিয়ান আবসারুল হক, প্রেসিডেন্ট ইলেক্ট সৈয়দ ইরফানুল আলম, রোটারিয়ান আশীষ বড়–য়া, প্রকৌশলী রোটারিয়ান প্রবীর দাশ, রোটারিয়ান জিয়াউর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি