প্রসূতি মায়ের সেবায় সেনাবাহিনী

সীতাকুন্ডে সেনাবাহিনী কর্তৃক গর্ভবতী মায়েদেরকে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে-সুপ্রভাত

নিজস্ব প্রতিনিধি, সীতাকুণ্ড

সীতাকু- পে্রসূতি মায়েদের বিশেষ স্বাস্থ্যসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার  সকাল সাড়ে ৯ টা থেকে দিনব্যাপী মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ে প্রসূতি মায়েদের এই চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলড়্গে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এর উদ্যোগে দুইদিন ব্যাপী মেডিকেল ক্যাম্পেইনের রোববার ছিল প্রথম দিন।  আজ সোমবার দ্বিতীয়দিন একই সময়ে একই স্থানে এই সেবা কার্যক্রাম অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইনের সমন্বয় করছেন ক্যাপ্টেন মোহাম্মদ নাসির উদ্দিন। চিকিৎসা সেবা দেন চট্টগ্রাম সিএমএইচের গাইনী বিভাগের চিকিৎসক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদা আশরাফী ফেরদৌসি। এই ক্যাম্পেইনে প্রসূতি মায়েদেরকে পরীক্ষা নিরীক্ষার পর বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

ক্যাম্পেইন এর সমন্বয়কারী ক্যাপ্টেন মোহাম্মদ নাসির উদ্দিন জানান, প্রথম দিনে আমরা ৪৯ জন প্রসূতি মাকে  চিকিৎসা সেবা প্রদান করেছি।  বর্তমানে করোনার দুর্যোগকালীন সময় অতিক্রম হচ্ছে। এই সময়ে  প্রসূতি মায়েরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের কথা চিন্তা করেই সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এই উদ্যোগ নিয়েছে।