প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ অব্যাহত মেয়রের

প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী কর্মহীন শ্রমজীবীদের তুলে দিচ্ছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মত তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের মানুষও এই মহামারি থেকে রক্ষা পাচ্ছে না। তারপরও থেমে থাকবেনা জীবন-জীবিকা। সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে চলাচলের পাশাপাশি এই মানবিক বিপর্যয়ে সকলের উচিত গরীব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সরকারের একার পক্ষে কোনো দুর্যোগ মোকাবেলা সামাল দেয়া সম্ভব নয়। এজন্য বেসরকারি উদ্যোগ ও দেশের বিত্তশালীদের সহযোগিতা প্রয়োজন।
আজ ১ জুন (সোমবার) নগরীর নাসিরাবাদ গালর্স হাইস্কুল প্রাঙ্গণে দুইশ’ দুস্থ পরিবারের মাঝে ভোগ্যপণ্য উপহার তুলে দেয়ার সময় এসব কথা বলেন।
এ সময় মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, সহকারী একান্ত সচিব রায়হান ইউসুফ, এ এইচ চৌধুরী রিপন, তাজ উদ্দীন, মহিউদ্দিন শাহীন, মনিরুল ইসলাম জাবেদ, শফিকুল ইসলাম তাপস, আফতাব আলী খান উপস্থিত ছিলেন।
পরে মেয়র বিভিন্ন রাজনীতিক দল ও সংগঠনের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী বিতরণ করেন মেয়র। এরমধ্যে সদরঘাট থানা ঘাট ও গুদাম শ্রমীক লীগের সাতশ’, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগকে, মহানগর ব্যাটারী চালিত রিক্সা ও অটো বাইক চালক সমন্বয় পরিষদের পাঁচশ’ পরিবারের মাঝে এ উপহার বিতরণ করেন। বিজ্ঞপ্তি