প্রতিবন্ধীদের ভাগ্য পরিবর্তনে উচ্চবিত্তরা এগিয়ে এলে সমতা ফিরবে

ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি’র পরিকল্পনায়, প্রাক্তন ছাত্র নেতা ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুরঞ্জিত বড়–য়া লাভুর সার্বিক ব্যবস্থাপনায় শারীরিকভাবে চলাচলে অক্ষম মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকালে নগরীর জিইসি মোড়স্থ কে-স্কয়ার কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সুরঞ্জিত বড়ুয়া লাভূর সভাপতিত্বে এবং মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি সৌমেন বড়–য়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। এ সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা ও পরিকল্পনা নিয়েছেন তারই ধারাবাহিকতায় উন্নয়ন সমতা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মানুষের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। আগামীতে এই ধরনের কর্মসূচিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সভাপতির বক্তব্যে সুরঞ্জিত বড়ুয়া লাবু বলেন, এই অসহায় শারীরিক প্রতিবন্ধী মানুষের ভাগ্য পরিবর্তনে সমাজের উচ্চবিত্ত মানুষেরা এগিয়ে আসলেই প্রতিবন্ধী এবং মানুষের মাঝে সমতা ফিরিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক এর বেশি শারীরিকভাবে চলাচলে অক্ষম মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম, মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য নাসির হায়দার চৌধুরী বাবুল, ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী।
উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক আবু নাসের চৌধুরী আজাদ, এম ই এস কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নুর উদ্দিন বাহার বাবু, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য শিবু প্রসাদ, আমরা করব জয় এর সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স, যুব নেতা মাহাতাব উদ্দিন, মো জিহাদ উদ্দিন, কায়সার উদ্দিন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সভাপতি রুমেল বড়–য়া রাহুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো বিন ফয়সাল মিজান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা আব্দুর রাকিব, সুজন বড়–য়া, শামীম আজাদ, কামরুল হাসান শিবলু, জাহিদুল ইসলাম প্রমি,আল আমিন, ইফতাহের আবির, সাইদ আবদুল্লা রকি প্রমুখ। বিজ্ঞপ্তি