নিজস্ব প্রতিবেদক »
‘আমি এসএসএফ-এর প্রধান বলছি। আমাকে কল করেন।’ দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপে এমনই একটি অডিও বার্তা পাঠান খাতুনগঞ্জের এক ব্যবসায়ী। রাষ্ট্রের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণার আশ্রয় নেওয়ায় নগরের জিইসি মোড় এলাকা থেকে ওই ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
গতকাল সোমবার (১২ জুন) সকালে কোতোয়ালী থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. নওশের কোরেশী নিশান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গত ৯ জুন সকালে কাজী নুরুল হাসান (৫২) নিজেকে রাষ্ট্রের একজন পদস্থ সামরিক কর্মকর্তা পরিচয় দিয়ে এস আলম গ্রুপের চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপে একটি অডিও বার্তা পাঠান। সেখানে লোকটি এস আলম গ্রুপের চেয়ারম্যানকে কল করতে বলেন।
কাজী নুরুল হাসানকে রোববার (১১ জুন) রাতে র্যাবের একটি দল জিইসি মোড় এলাকা থেকে আটক করে একই দিন রাতে কোতোয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে কোতোয়ালী থানায় এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। এস আলম গ্রুপের ব্যবস্থাপক মোহাম্মদ হোসাইন বাদি হয়ে মামলাটি করেন।’
লোকটির পরিচয় এবং এস আলমের চেয়ারম্যানের সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কিনা জানতে চাইলে পুলিশ পরিদর্শক বলেন, ‘কাজী নুরুল হাসানের (৫২) গ্রামের বাড়ি হাটহাজারী উপজেলায় হলেও তিনি নগরের মোমিন রোড এলাকায় বসবাস করেন। পেশায় তিনি খাতুনগঞ্জের একজন ছোট ব্যবসায়ী। দুইজনের মধ্যে কোনো পূর্বের সম্পর্ক বা শত্রুতা আছে কিনা, কেন তিনি এমন বার্তা পাঠিয়েছেন এসব বিষয় জানার জন্য একদিনের রিমান্ড আদেশ চেয়েছি।’