সুপ্রভাত ক্রীড়া ডেস্ক :
পাহাড়ি ঝর্ণা বা প্রাকৃতিকভাবে সৃষ্ট অনেকগুলো হ্রদ একত্রিত হয়ে বড় শাখা তৈরি করে। যাকে বলা হয় নদী। আমাদের দেশকে নদীমাতৃক দেশ বলা হয়। তবে নদীর সংখ্যা দিন দিন বিভিন্ন কারণে কমে আসছে। ভাবতে পারেন, নদী কীভাবে কমে আবার! নদী ভরাট, পানি দূষণ ছাড়াও নানা কারণে নদী নাব্যতা হারাচ্ছে। নদীগুলো দেশের বন্যা রোধ, সেচ, বিদ্যুৎ উৎপাদন, পানির চাহিদা সহ বর্জ্য নিষ্কাশনে সহায়তা করে। বর্তমানে অনেক নদী খালে রূপ নিয়ে তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে।
তবে আমাদের দেশের কোনো নদী নয় বলছি পৃথিবীর সবচেয়ে ছোট নদীগুলোর কথা। এগুলোর আয়তন বা আকারের কথা জানলে অবাক হবেন বৈকি। যেগুলো আমাদের দেশের খাল বা পাহাড়ি ঝর্ণার মতোই অনেকটা। আবার কয়েকটা আছে হেঁটেই এর দৈর্ঘ্য পার করতে পারবেন। তারপরও নদীর তোকমাটাই গায়ে জড়িয়ে রেখেছে। তবে চলুন জেনে নেয়া যাক এসব নদী সম্পর্কে-
তম্বোরসি নদী
প্রথমেই যে ছোট নদীটির কথা বলছি সেটি অবস্থিত ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্ব সুলাওসিতে। নাম তাম্বোরাসি, যার দৈর্ঘ্য মাত্র ২০ মিটার। এটি পাথুরে একটি পাহাড়ের কোল ঘেষে বয়ে চলেছে। এটি পাহাড়ের ঝর্ণা থেকেই উৎপত্তি। এর ফিরোজা সবুজ রঙের পানি পর্যটকদের মুগ্ধ করে। সারা বছরই নদীটির দর্শনে ভিড় জমান পর্যটকরা।
রেপ্রুয়া নদী
জর্জিয়ার আবখাজিয়ায় গাগড়ার উপকণ্ঠে অবস্থিত রেপ্রুয়া নদীটি। এর দৈর্ঘ্য ২৭ মিটারে কিছুটা বেশি। রেপ্রুয়া নদীর উৎস ক্রুবেরা গুহায়। পৃথিবীর দ্বিতীয় গভীরতম পরিচিত গুহা এটি।
ওম্বলা নদী
ক্রোয়েশিয়ার ডুব্রোভনিকের নিকটে ওম্বলা নদীটি মাত্র ৩০ মিটার দীর্ঘ। তবে এই নদীর অনেক বৈশিষ্ট্য রয়েছে। ৪০০ মিটারের মালসিফের পাদদেশে বৃহত্তর গুহার থেকেই এর উৎপত্তি। মাত্র ৩০ মিটার চলার পরই এই নদীটি ওম্বলা অ্যাড্রিয়াটিক সাগরে মিলিত হয়। এই সাগর উপকূলের মধ্যে ৯০০ বর্গকিলোমিটার পর্যন্ত প্রায় ৫০ হাজার মানুষের বাস। ওম্বলা নদী দুব্রভনিকের বাসিন্দাদের পানীয় জলের চাহিদা মেটায়।
রো নদী
মন্টানার গ্রেট জলপ্রপাতের কাছে রো নদীটি অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম ছোট এক নদী। রো নদীটি জায়ান্ট স্প্রিংস থেকে মিসৌরি নদী পর্যন্ত বয়ে চলেছে। এটি কেবল মাত্র ৬১ মিটার লম্বা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস রো কে বিশ্বের সংক্ষিপ্ত নদীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম নদী হিসাবে স্বীকৃতি দিয়েছে।
লস প্যাটোস
লস প্যাটোস নদীকে হাঁস নদীও বলা হয়। প্যারাসো শহরের কাছে ডোমিনিকান প্রজাতন্ত্রের বারাহোনা প্রদেশে অবস্থিত এই নদীটি। এটি পৃথিবীর ছোট নদীগুলোর মধ্যে অন্যতম। দৈর্ঘ্যে মাত্র ৬১ মিটার। নদীটি স্থানীয়দের কাছে মাছ ধরার এবং গোসলের জন্য জনপ্রিয় জায়গা।
ডি নদী
মার্কিন যুক্তরাষ্ট্রের অরেগনের লিংকন সিটিতে অবস্থিত ডি নদী। এটি ডিভিলস হ্রদ থেকে প্রশান্ত মহাসাগরে প্রবাহিত হয়েছে। এটি মাত্র ১৩০ মিটার দৈর্ঘ্যের একটি নদী।
খবর : ডেইলিবাংলাদেশ’র।