পুনরায় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক হলেন মুনীর চৌধুরী

সুপ্রভাত ডেস্ক »

আগামী এক বছরের জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক পদে মোহাম্মদ মুনীর চৌধুরীকে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। ২০১৯ সাল থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করে আসছেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসনের যুগ্মসচিব ড. আশরাফুল আলমের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

মোহাম্মদ মুনীর চৌধুরী এর আগে দুদকের এনফোর্সমেন্টের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সরকারের প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তা চট্টগ্রাম বন্দরের ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকাকালে সরকারি সম্পত্তি উদ্ধার অভিযানে নেমে সাহসী ভূমিকার মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেন। তার আগে তিনি দেশের বিভিন্ন জেলা প্রশাসনে দায়িত্ব পালনকালেও সাহসী ভূমিকা রাখেন। এরপর একে একে তিনি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও পদের মধ্যে সমুদ্র পরিবহন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট), সরকারি সমবায়ী প্রতিষ্ঠান মিল্কভিটার এমডি ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর সচিব পদে দায়িত্ব পালন করেন।