নিজস্ব প্রতিনিধি, টেকনাফ »
টেকনাফের হ্নীলা ইউনিয়নের জেলে পাড়া নাফনদীর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মাদক ক্রিস্টাল মেথ বা আইসের চালান উদ্ধার করেছে। এতে ৫ কোটি ১৮ লাখ টাকা মূল্যমানের ১ কেজি ৩৬ গ্রাম আইস পাওয়া যায়।
বিজিবি সূত্রে জানা যায়, ২৬ ডিসেম্বর রোববার ভোররাতের দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির নিয়মিত টহলদল জেলে পাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় টহল দেওয়ার সময় দুইজন লোক নাফনদী অতিক্রম করে বেড়িবাঁধের দিকে আসতে দেখে। তখন বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে ধাওয়া করলে তারা নাফনদীতে ঝাঁপ দেয়। এরপর বিজিবি টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ক্রিস্টাল মেথ বা আইসের একটি পুটলা উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে খুলে পরিমাপ করে। এতে ১ কেজি ৩৬ গ্রাম আইস পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৫ কোটি ১৮ লাখ টাকা।
এ মুহূর্তের সংবাদ