নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ »
পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন চৌধুরীর নেতৃত্বে আনন্দ মিছিল করা হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) দুপুরে উপজেলার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে গাছবাড়িয়া সরকারি কলেজে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সাকিব, তানভীর, হিরু, সনেট, গিয়াস, সাজ্জাদসহ কলেজে অধায়নরত শিক্ষার্থীরা।
গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন চৌধুরী বলেন, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুকন্যা মানবিক প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশদ্রোহী ঘাতক দল জামাত-বিএনপির সকল ষড়যন্ত্র রুখে দেয়া হয়েছে। অদম্য অপ্রতিরোধ্য অগ্রযাত্রার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশের উন্নয়ন ও আত্মমর্যাদার অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত অর্জনের প্রতীক পদ্মাসেতু ২৫ জুন শুভ উদ্বোধন করবেন তিনি। এটি বাঙালি জাতির আরেকটি স্বপ্নপূরণ।



















































