পটিয়ায় আগুনে পুড়ল ১৩ বসতঘর

নিজস্ব প্রতিনিধি, পটিয়া »

পটিয়ায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘর পুড়ে ১৩ পরিবার নিঃস্ব হয়েছে। আগুনে নগদ অর্থ, আসবাবপত্র, স্বর্ণলংকারসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
উপজেলার কচুয়াই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সর্দার পাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। আগুনে হিমাংসু সর্দার, ভুগিত সর্দার, সুধির সর্দার, কালু সর্দার, টিংকু সর্দার, রতন সর্দার, মঙ্গল দাশ, সজল সর্দার, কাজল সর্দার, সুজন সর্দার, বন সর্দার, কেশব দাশ, বাবলা সর্দার পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে সর্দার পাড়ার কালু সর্দারের ঘর থেকে প্রথমে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের ১৩টি ঘরের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ইনজামুল হক জসিম, আওয়ামী লীগ নেতা আবদুল খালেক ঘটনাস্থলে গিয়ে ক্ষতিদের মাঝে অনুদান প্রদানসহ বিভিন্ন সহযোগিতা করেন।
কচুয়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ইনজামুল হক জসিম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে সর্দার পাড়ার ১৩টি বসতঘর পুড়ে যায়।