পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুর এপিএস টাকাসহ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, পটিয়া »

পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত নেতা এমএ এজাজ (৪১) পুলিশ হাতেনাতে গ্রেফতার করেছেন। সে কুসুমপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবদুল মালেকের পুত্র। শনিবার রাত সাড়ে ৯টার দিকে তার বাড়ি থেকে পুলিশ টাকাসহ তাকে গ্রেফতার করেন। তবে কত টাকা উদ্ধার করা হয়েছে তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, সামশুল হক চৌধুরীর পক্ষে তার এপিএসখ্যাত এমএ এজাজকে পুলিশ হাতেনাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে গাড়ি পোড়া, নৌকা প্রার্থীর এক সমর্থককে কোপানোসহ একাধিক মামলা রয়েছে।
কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম হোসাইন রানা জানিয়েছেন, বিতর্কিত এপিএস এমএ এজাজকে পুলিশ হাতেনাতে টাকাসহ গ্রেফতার করেছে।
কুসুমপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া ডালিম জানিয়েছেন, ভোটের দিন রাতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিলির খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এজাজকে গ্রেফতার করেছেন।
এ ব্যাপার জানতে পটিয়া থানার ওসি জসীম উদ্দিনকে একাধিকবার ফোন করা হলে রিসিভ করেননি।