ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ

ইউআইটিএসে নবীনবরণে বিচারপতি (অব.) আব্দুল হাকিম

ডেস্ক রিপোর্ট »

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ আব্দুল হাকিম বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় নৈতিক মূল্যবোধসম্পন্ন আদর্শবান আইনজীবীদের ভূমিকা অনন্য। সমাজে সুশাসন প্রতিষ্ঠায় আইনাঙ্গন ও বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই এ অঙ্গন আরো সমৃদ্ধ করতে তরুণদেরকেই এগিয়ে আসতে হবে।

গতকাল রেববার সকাল ১০টায় ঢাকার ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত শরৎকালীন সেমিস্টার ২০২৩-এর নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি ইউআইটিএস-এর আইন বিভাগের শরৎকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ন্যায়নিষ্ঠ ও বিজ্ঞ আইনজীবী হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান। ইউআইটিএস-এর আইন বিভাগ আদর্শবান বিজ্ঞ আইনজীবী তৈরির লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে বলে তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণে প্রধান আলোচক ছিলেন ইউআইটিএস ও পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউআইটিএস-এর ীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ও স্যার এ এফ রহমান হলের সিটিং প্রভোস্ট এবং ইউআইটিএস বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান।
এতে স্বাগত বক্তব্য দেন ইউআইটিএস-এর আইন উপদেষ্টা ও আইন অনুষদের ডিন, অ্যাডভোকেট ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন আইন বিভাগের বিভাগীয় প্রধান রোস্তমা বেগম চৌধুরী।
অনুষ্ঠানে মিশরীয় অতিথি রানীয়া জোজিও, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসানসহ বিশিষ্ট শিক্ষাবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভাগীয় সকল শিক্ষক-শিক্ষার্থী, এলামনাই, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।