নগরীতে একদিনে ৫ জনের মৃত্যু

১৪৪৬ নমুনায় শনাক্ত ২৮৭

নিজস্ব প্রতিবেদক <<
করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় নগরীতে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসের ২১ দিনেই করোনায় মারা গেছেন ৮৮ জন। চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৭৭ জন।
এছাড়া মঙ্গলবার ১৪৪৬ জনের নমুনা পরীক্ষায় ২৮৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ১৯ দশমিক ৮৪ শতাংশ। এ নিয়ে চট্টগ্রামে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪৭ হাজার ৮৬১ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, মঙ্গলবার চট্টগ্রামের ৭টি ল্যাবে ১৪৪৬ নমুনায় শনাক্ত হয়েছেন ২৮৭ জন। নমুনা হিসেবে শনাক্তের হার ১৯ দশমিক ৮৪ শতাংশ। শনাক্তদের মধ্যে নগরীতে ২৩৬ জন এবং উপজেলায় ৫১ জন। এ নিয়ে চট্টগ্রাম নগরীতে ৩৮ হাজার ৪২৪ জন এবং উপজেলায় ৯ হাজার ৪৩৭ জনসহ চট্টগ্রামে করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪৭ হাজার ৮৬১ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় নগরীতে মারা গেছেন ৫ জন। এ নিয়ে নগরীতে ৩৫৫ জন এবং উপজেলায় ১২২ জনসহ করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৭৭ জন।
ল্যাবভিত্তিক তথ্যমতে, চট্টগ্রামের ফৌজদারহাট বিআইটিআইডিতে ৪৬৬ নমুনার মধ্যে ৫৩ জন করোনা পজেটিভ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২৮৯ নমুনায় ৮১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ২০৬ নমুনায় ৩৯ জন, শেভরনে ২৬৯ নমুনায় ৩১ জন, ইমপেরিয়াল হাসপাতালে ১৩৯ নমুনায় ৩৫ জন, আরটিআরএল ল্যাবে ৪৭ নমুনায় ২৫ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৬০ নমুনায় ২৩ জন করোনায় শনাক্ত হয়েছেন।