দেশের উন্নয়নে নারীদের স্বাবলম্বী হওয়া জরুরি

ওমেন্স কনসেপ্টের উইন্টার এক্সিভিশন

নগরীতে অনলাইন ভিক্তিক নারী উন্নয়নূমলক সংগঠন ওমেন্স কনসেপ্ট তাদের গ্রুপ মেম্বারদের নিয়ে নগরীর একটি কনভেনশন হলে উইন্টার এক্সিভিশনের আয়োজন করে। শাহানা নিঝুম খান ও নিকিতা খান এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিরেক্টর অফ ওমেন্স চেম্বার এবং ফাউন্ডার অফ তিলোত্তমা চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা শাহেলা আবেদীন। তিনি বলেন, বর্তমান সময়ে দেশের উন্নয়নে নারীদের স্বাবল্ম্বী হওয়া জরুরি। পুরুষদের পাশাপাশি নারীদের ও দক্ষতার সাথে কাজ করতে হবে। তিনি প্রতিটি স্টলে একটি  করে ফলের চারা উপহার দেন।

মেলা প্রাঙ্গণে বেলুন ও কৃষ্ণচূড়া গাছ রোপণ করে মেলার উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন  রাজনীতিবিদ সোলায়মান আলম শেঠ, ২১ নম্বর জামালখান ওয়ার্ড এর সাবেক কমিশনার শৈবাল দাশ সুমন, মন্জুরুল হক চেয়ারম্যান ওফ বারকোড গ্রুপ।

আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম পুলিশ কমিউনিটি (সদস্য সচিব ) অহিদ সিরাজ চৌধুরী স্বপন, ডা. বিদ্যুৎ বড়ুয়া প্রতিষ্ঠাতা চট্টগ্রাম ফিল্ড হসপিটাল, নজরুল ইসলাম ডিরেক্টর ওফ ওয়েল গ্রুপ, সমাজসেবক মোহাম্মদ আইয়ুব, সোনিয়া আজাদ সভাপতি ৭ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগ, মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী সদস্য সচিব চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চা, লায়ন্স এম এ মুসা বাবলু চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর, ইলিয়াস রিপন ফাউন্ডার ওফ ডায়মন্ড টিম, আমিনুল হক বাবু ডেপুটি গভর্নর বাংলাদেশ মানবাধিকার কমিশন, আবুল কাশেম ভূইয়া ওসি পাঁচলাইশ থানা  হাবীব খান যুগ্ম সদস্য সচিব সমাজকল্যাণ উন্নয়ন পরিষদ। অনুষ্ঠান পরিচালনা কমিটিতে ছিলেন সাজ্জাদ হোসাইন ( চিফ অ্যাডভাইজার ওফ ওমেন্স কনসেপ্ট) এডমিন জান্নাত হাসান খান অ্যাডমিন নাজনীন আক্তার আইরিন মডেরেটর এস এন মোহাম্মদ, ইনশিরাহ নূর নিধি, নাসরিন রিনা। সাংস্কৃতিক আয়োজনে সংগীত পরিবেশন করেন শিল্পী রুপা রোজারিন আসাদুর রহমান আসাদ ও ব্যান্ড বন্ডিং। নৃত্য পরিবেশন করেন ইউনাইটেড ডান্স ক্রু টিম, দীপশিখা নৃত্যগোষ্ঠীর জয় চক্রবর্তী ও দিঘী দাস।