সুপ্রভাত ডেস্ক »
শুক্রবার ভারত জানিয়েছে, রুটিন ব্যবস্থাপনার সময় ‘প্রযুক্তিগত ত্রুটি’র কারণে পাকিস্তানে দুর্ঘটনাক্রমে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল তারা।
ভারত সরকার এক বিবৃতিতে বলে, ২০২২ সালের ৯ মার্চ রুটিন ব্যবস্থাপনার সময় একটি প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। যার ফলে দুর্ঘটনাক্রমে একটি মিসাইল উৎক্ষেপিত হয়ে যায় পাকিস্তানের দিকে।
বিবৃতিতে আরও বলে হয়, পরে জানা যায় যে মিসাইলটি পাকিস্তানের সীমানায় গিয়ে পড়ে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক হলেও এ দুর্ঘটনায় কোনো প্রাণক্ষয় হয়নি বলে স্বস্তি প্রকাশ করা হয় ভারত সরকারের বিবৃতিতে।